পল্লবীতে দুর্ধর্ষ ডাকাত সুজনসহ ছয়জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২৫, ২০:১৯
অ- অ+

রাজধানীর পল্লবী থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারী, চিহ্নিত মাদক কারবারি ও ডাকাতসহ বিভিন্ন অপরাধে জড়িত ছয় জনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো— দুর্ধর্ষ ডাকাত ও ছিনতাইকারী সুজন, সজিব (১৮), তারেক (১৮), আরিফ (১৯), মেহেদী হাসান (২১) ও রিপন (৫০)।

বৃহস্পতিবার মধ্যরাতে পল্লবীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে সুজনের বিরুদ্ধে পল্লবী থানায় দুটি ডাকাতির মামলা, দুটি মাদকের মামলা ও একটি ছিনতাইয়ের মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৭মার্চ/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা