নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের আরও চার সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০২৫, ১৬:১২
অ- অ+

নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের আরও চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ নিয়ে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর‌্যন্ত হিযুবত তাহরীরের ১৯ সদস্য গ্রেপ্তার হলেন।

শনিবার (৮ মার্চ) দুপুরে ডিএমপির ডিসি (মিডিয়া পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার রাতে মোহাম্মদপুর, আদাবর উত্তরখান এলাকায় সিটিটিসির একাধিক টিম অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. হেলাল উদ্দিন (৪৫), আসাদুজ্জামান নুর (১৮), তানিম সিকদার সিহাব (১৮) আহমেদ নাসিফ করিম ওরফে কাব্য (১৮)

ডিএমপির ডিসি (মিডিয়া পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান জানান, শুক্রবার রাতে মোহাম্মদপুর, আদাবর উত্তরখান এলাকায় সিটিটিসির একাধিক টিম অভিযান চালায়। এ সময় চারজনকে আটক করা হয়। তারা নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাদের কাছ থেকে জব্দ করা আলামত থেকে এর সত্যতা মেলে। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির তিন সদস্যকে গ্রেপ্তার করে সিটিটিসি। এ ছাড়া শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম এলাকায় মিছিল থেকে সংগঠনটির অন্তত ১৫ সদস্যকে আটক করা হয়।

(ঢাকাটাইমস/৮মার্চ/এলএম/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জয়পুরহাটে গরু চোরাচালান ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
নীলফামারীতে ইটবোঝাই ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
হত্যাচেষ্টা মামলায় কারাগারে নুসরাত ফারিয়া
আদালতে নুসরাত ফারিয়া, রাখা হলো হাজতখানায়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা