স্বনির্ভর বাংলাদেশ গড়তে মানবতার কল্যাণে কাজ করতে হবে: আলাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০২৫, ২৩:৩০| আপডেট : ০৮ মার্চ ২০২৫, ২৩:৩২
অ- অ+

স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে অবহেলিত দুস্থ, অসহায় ও দারিদ্র্য মানুষের মাঝে রমজান মাসব্যাপী আর্থিক ও যাকাতের মাধ্যমে মানবতার কল্যাণে কাজ করতে হবে।

তিনি শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে ‘দ্যা গ্রেটেস্ট ফাউন্ডেশন’ আয়োজিত দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিশ্ব মানবতার মুক্তির স্লোগান সকলের উচিত দারিদ্র্য মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে দেওয়া। সে লক্ষ্যে দ্যা গ্রেটেস্ট ফাউন্ডেশনের মত বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং সমাজের বিত্তবান মানুষদের কাজ করতে হবে। আমাদের মনে রাখতে হবে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে মানবতার দৃষ্টিভঙ্গিকে কাজে লাগাতে হবে।

দ্যা গ্রেটেস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শিহাব খানের সভাপতি ও মহাসচিব অ্যাডভোকেট আমিনুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ফরহাদ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ফয়েজ, লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আবু সায়েম মো. শাহীন, জহির উদ্দিন বাবর, অ্যাড. মোতাহার হোসেন সোহেল, ৬০ নং ওয়ার্ডের সাবেক ভারপ্রাপ্ত কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলাম নুর, কাঞ্চন আব্বাস, সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, আপেল মাহমুদ, মো. শরিফ উল্লাহ, শ্রমিক নেতা আবু তাহের প্রমুখ।

এসময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল দ্যা গ্রেটেস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে দুস্থ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।

(ঢাকাটাইমস/০৮মার্চ/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় ৭৪ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিসহ ১ জন গ্রেপ্তার
নির্মম ঘাতক বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার কৌশল, বজ্রপাত নিরোধক প্রাণহানি কমাবে!
ঢাকা থেকে ওড়ার পরই তার্কিশ এয়ারলাইন্সের উড়োজাহাজে আগুন
কুমিল্লায় বিএনপি কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় মামলা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা