আরও একটি আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পাচ্ছে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ মার্চ ২০২৫, ১৯:১৯
অ- অ+

হাইব্রিড মডেলে পাকিস্তানের লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডির পাশাপাশি দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। দুবাইবে কিছু খেলা অনুষ্ঠিত হলেও কাগজে-কলমে এবারের টুর্নামেন্টের মূল আয়োজক পাকিস্তান।

২৯ বছর পর নিজেদের মাটিতে আইসিসির কোনো ইভেন্ট আয়োজনের সুযোগ পায় পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবার আরও এক প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পিসিবিকে দিতে চলেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এক প্রতিবেদনে এমনটাই বলছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার মাস খানেকের মধ্যেই আরও একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে পারে পাকিস্তান। ২০২৫ সালের শেষ দিকে তথা অক্টোবরে ভারতে হবে নারীদের একদিনের বিশ্বকাপ। সেই প্রতিযোগিতার কোয়ালিফায়ার রাউন্ড আয়োজনের দায়িত্ব পেতে যাচ্ছে পাকিস্তান।

আগামী ৪ এপ্রিল থেকে শুরু হতে পারে বাছাইপর্বের খেলা। প্রতিযোগিতাটির ভেন্যু নিয়ে আইসিসি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তবে গণমাধ্যমে গুঞ্জন, আয়োজকের দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে পাকিস্তানই এগিয়ে রয়েছে।

নারীদের একদিনের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে অংশগ্রহণ করবে ৬টি দেশ। পাকিস্তান ছাড়াও থাকবে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং থাইল্যান্ড। দু’টি দল মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। প্রতিযোগিতার ম্যাচগুলো হতে পারে লাহোরে। চূড়ান্ত সূচির সঙ্গেই জানা যাবে কোথায় হবে ম্যাচগুলো।

ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে মোট ৮টি দল। যেখানে নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্টের ভিত্তিতে সরাসরি কোয়ালিফাই করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। আর স্বাগতিক হওয়ায় সরাসরি খেলা নিশ্চিত ভারতের। পাকিস্তান বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলে তাদের ম্যাচগুলো হতে পারে তৃতীয় কোনও দেশে। কারণ হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সমাধান সূত্র বের করতে গিয়ে এমনই বোঝাপড়া হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন পর নিজেদের মাটিতে আইসিসির ইভেন্ট আয়োজন করে কোথাও কোথাও বিতর্কের মুখেও পড়তে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। সেভাবে দর্শক টানতে পারেনি। তাছাড়া বৃষ্টির পর মাঠ খেলার উপযুক্ত করার ক্ষেত্রে যথেষ্ট দক্ষতা দেখাতে পারেনি পাকিস্তান। তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়।

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার মাস খানেকের মধ্যেই আরও একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে পারে পাকিস্তান। ২০২৫ সালের শেষ দিকে তথা অক্টোবরে ভারতে হবে নারীদের একদিনের বিশ্বকাপ। সেই প্রতিযোগিতার কোয়ালিফায়ার রাউন্ড আয়োজনের দায়িত্ব পেতে যাচ্ছে পাকিস্তান।

আগামী ৪ এপ্রিল থেকে শুরু হতে পারে বাছাইপর্বের খেলা। প্রতিযোগিতাটির ভেন্যু নিয়ে আইসিসি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তবে গণমাধ্যমে গুঞ্জন, আয়োজকের দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে পাকিস্তানই এগিয়ে রয়েছে।

(ঢাকাটাইমস/০৯ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে ইলিশ ধরতে নামছেন জেলেরা চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
কসবায় ৭০ লাখ টাকার ভারতীয় চশমা জব্দ
লিটারে ১ টাকা কমল সব ধরনের জ্বালানি তেলের দাম
নারী সংস্কার কমিশন মানি না, বাধ্য করলে আন্দোলন: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা