কূটনীতিকদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ মার্চ ২০২৫, ১৯:৫৬
অ- অ+

বাংলাদেশস্থ বিদেশি কূটনীতিকদের সম্মানে খেলাফত মজলিসের এক ইফতার মাহফিল রবিবার রাজধানীর নিকুঞ্জের লা মেরিডিয়ানে অনুষ্ঠিত হয়।

খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সুইজারল্যান্ড এম্বাসির কাউন্সিলর আলবার্তো জিওভানোত্তি, রিপাবলিক অব চীনের পলিটিকাল ডিরেক্টর ঝাং জিং, এ্যাটাসি ঝেং ঝিহান, ইসলামী প্রজাতন্ত্র ইরানের হেড অব পলিটিকাল সেকশন জাভেদ আসকারী, পাকিস্তান হাইকমিশনের কাউন্সিলর জামিল আহমদ-সহ বিভিন্ন কূটনৈতিক মিশনের সদস্যগণ শরীক হন।

নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, বায়তুলমাল সম্পাদক আলহাজ আবু সালেহীন, শিল্প ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, স্বাস্থবিষয়ক সম্পাদক ডা. রিফাত হোসেন মালিক কেন্দ্রীয় নির্বাহী সদস্য কর্ণেল এমদাদুল হক (অব.), অধ্যাপক মাওলানা সাইফউদ্দিন আহমদ খন্দকার।

স্বাগত বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, প্রত্যেক মুসলমানের আধ্যাত্মিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ মাস মাহে রমজান। আত্মশুদ্ধি ও আত্মউপলদ্ধির মাস হচ্ছে রমজান। মাসব্যাপী রোজা পালনের মাধ্যমে একজন ব্যক্তি নিজের পরিশুদ্ধির পাশাপাশি সমাজের অসহায় ও ক্ষুধার্ত মানুষের জন্য সহানুভূতিকে জাগ্রত করে। এ মাসে সর্বশেষ আসমানী কিতাব আল কুরআন নাজিল হয়েছে পুরো দুনিয়ার মানুষের পথ চলার নির্দেশিকা হিসেবে।

তিনি বাংলাদেশের অবস্থা সম্পর্কে বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে সংবিধান, নির্বাচন, প্রশাসন, অর্থনীতি-সহ বেশ কিছু ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সাথে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে। আমরা আশা করি এসব ক্ষেত্রে বন্ধুপ্রতিম দেশ হিসেবে আপনাদের সমর্থন অব্যাহত থাকবে। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বন্ধুপ্রতিম সকল দেশের সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আমরা একটি শান্তিপূর্ণ বিশ্ব চাই। আমরা আশা করি গাজায় যুদ্ধবিরতি স্থায়ী হবে। রোহিঙ্গা শরণার্থী সমস্যার সমাধান হবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তি ঘটবে।

ইফতারির আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ ও বিশ্বশান্তি কামনা করে দোয়া মোনাজাত করেন আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ।

(ঢাকাটাইমস/৯মার্চ/জেবি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা