জুলাই আন্দোলনে ঝালকাঠির শহীদ সেলিমের স্ত্রী-কন্যার পাশে তারেক রহমান

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০২৫, ১৮:৩৪| আপডেট : ১০ মার্চ ২০২৫, ১৮:৫৬
অ- অ+

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ ঝালকাঠির নলছিটির সেলিম তালুকদার রমজানের স্ত্রী ও নবজাতক কন্যার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার দুপুরে তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু নগদ টাকা ও উপহার সামগ্রী সেলিমের স্ত্রী সুমি আক্তারের হাতে তুলে দেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় মাহাবুবুল হক নান্নু বলেন, শহীদ সেলিম তালুকদারের মৃত্যুর পরে আমরা তারেক রহমানের নির্দেশে তার বাড়িতে গিয়েছিলাম। এখন আবার তার সন্তান হয়েছে, এই সন্তানকে তিনি দেখে যেতে পারেন নি। এটা অসম্ভব বেদনাদায়ক। তাকের রহমান এ খবর শুনে সেলিমের স্ত্রীর সিজারিয়ান অপারেশনের সমস্ত খরচ এবং উপহার সামগ্রী দিতে বলেছেন। আমরা তার পক্ষ হয়ে এগুলো নিহতের স্ত্রীর হাতে তুলে দিয়েছি। ভবিষ্যতেও সেলিমের পরিবারের পাশে থাকবে বিএনপি।

উল্লেখ্য, গত ৮ মার্চ সন্ধ্যা ৭ টার দিকে ঝালকাঠি শহরের একটি ক্লিনিকে সেলিম তালুকদারের স্ত্রী সুমির কোলজুড়ে সন্তান আসে। বাবার ডাক নামের সঙ্গে মিলিয়ে নবজাতকের নাম রাখা হয়েছে রোজা।

জানা গেছে, গত ১৮ জুলাই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হন সেলিম। ১৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৩১ জুলাই রাতে তার মৃত্যু হয়।

নিহত সেলিমের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলা শহরের মল্লিকপুর এলাকায়। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সেলিম ছিলেন মেজো। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তিনি নারায়ণগঞ্জের মেট্রো নিটিং অ্যান্ড ডাইং মিলস লিমিটেডের সহকারী মার্চেন্ডাইজার পদে চাকরি করতেন। মারা যাওয়ার এক বছর আগে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি মুসলিমপাড়া এলাকার মতিউর রহমান চুন্নুর মেয়ে সুমিকে বিয়ে করেন সেলিম।

মারা যাওয়ার ৪ দিন পর সুমি অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা করিয়ে পরিবারের সদস্যরা জানতে পারেন অন্তঃসত্তা তিনি। মারা যাওয়ার আগে সেলিম তালুকদার জানতেন না সন্তানের বাবা হতে চলছেন তিনি।

(ঢাকাটাইমস/১০মার্চ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কৃত্রিম চিনি জটিল রোগের ঝুঁকি বাড়ায়, বিকল্প হিসেবে যেসব খাবার খাবেন
গাজায় ইসরায়েলি হামলায় ৪৩ জন নিহত
থানায় নিয়ে যাওয়ার সময় দুই পুলিশকে সন্দেহভাজন আসামির হাতুড়িপেটা
ভেষজ দেশি গাব ক্যানসার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা