হিউম্যান রাইটসের নিষিদ্ধের চিঠির পরই আফগানিস্তান সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ মার্চ ২০২৫, ১৫:৪৮
অ- অ+

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সদস্যপদ স্থগিত করার আহ্বান জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠি পাঠিয়েছিল মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ (HRW)’। আর এই চিঠির পরই আফগানিস্তানের বিপক্ষে নির্ধারিত সিরিজ বাতিল করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যৎ সূচি পরিকল্পনা অনুযায়ী, আগামী জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের কথা ছিল আয়ারল্যান্ডের। তবে হঠাৎই এই সিরিজ বাতিলের ঘোষণা দিয়েছে দেশটি।

যদিও ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডয়ুট্রোম আর্থিক সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বলেন, আর্থিক কারণে আফগানিস্তানের বিপক্ষে নির্ধারিত সিরিজটি আয়োজন করা সম্ভব হচ্ছে না। এটি আমাদের স্বল্পমেয়াদি বাজেট ব্যবস্থাপনার অংশ, পাশাপাশি বোর্ডের নির্দেশনা অনুযায়ী কৌশলগত লক্ষ্যগুলোর মধ্যে ভারসাম্যপূর্ণ বিনিয়োগ নিশ্চিত করার ফলাফল।

তবে আয়ারল্যান্ডের ক্রিকেট সূচি পুরোটাই বাতিল হচ্ছে না। সেপ্টেম্বরে তারা ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো ঘরের মাঠে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে। মে ও জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও অনুষ্ঠিত হবে। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে নির্ধারিত সিরিজটি বাদ পড়েছে।

এদিকে, আফগানিস্তানে নারীদের ক্রিকেট কার্যত নিষিদ্ধ করায় দেশটির ক্রিকেট বোর্ড ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন মানবাধিকার সংস্থা আইসিসির কাছে নালিশ জানিয়ে আসছিল। ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর আফগান নারীদের ক্রিকেট খেলার অধিকার প্রায় বন্ধ হয়ে যায়। এই বিষয়টি কেন্দ্র করে এর আগেও অস্ট্রেলিয়া আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল করেছিল।

সাম্প্রতিক সময়ে ১৬০ জন ব্রিটিশ রাজনীতিবিদ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করার জন্য ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) আহ্বান জানিয়েছিলেন। এবার আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানকে নিষিদ্ধ করতে আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি ৭ মার্চ পাঠানো চিঠিতে নারীদের অধিকার রক্ষায় আফগানিস্তানকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।

এই পরিস্থিতিতে আয়ারল্যান্ডের সিরিজ বাতিল আফগানিস্তানের জন্য একটি বড় ধাক্কা। এখন দেখার বিষয়, আইসিসি এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয়।

(ঢাকাটাইমস/১৩ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা