প্রবীণ সাংবাদিকদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা হচ্ছে: এম আব্দুল্লাহ

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ মার্চ ২০২৫, ১৯:৩৫
অ- অ+

দেশের প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনার কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ। তিনি বলেছেন, এটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে; চলতি অথবা আগামী অর্থবছরের মধ্যে বাস্তবায়নের জন্য চেষ্টা করা হচ্ছে।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে সংস্থাটির পক্ষ থেকে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত সাংবাদিকদের চিকিৎসা সহায়তা মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘একজন পেশাদার সাংবাদিক তার জীবনের সবকিছু ঢেলে দিয়ে সাংবাদিকতায় অক্লান্ত পরিশ্রম করেন। পেশাজীবনের শেষ প্রান্তে এসে যখন হাউসে তার আর জায়গা হয় না, কর্মক্ষম সাংবাদিক হিসেবে তাকে আর প্রতিষ্ঠান পায় না, তখন তিনি এক ধরনের অসহায়ত্বের মধ্যে পড়ে যান। কেউ কেউ এতটাই অসহায় হয়ে পড়েন যে ওষুধ কেনার মতো অবস্থাও থাকে না তাদের।’

এরই পরিপ্রেক্ষিতে তথ্য উপদেষ্টা (বর্তমানে সাবেক) নাহিদ ইসলামের কাছে এ-সংক্রান্ত একটি প্রস্তাব উপস্থাপন করেন এম আবদুল্লাহ। প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনা যায় কি না, অর্থাৎ প্রতি মাসে যদি তাদের ১০ হাজার টাকা করেও দেওয়া যায় এতে তার জরুরি ওষুধ ও হাত খরচের টাকা চললে অন্যের ওপর নির্ভরশীলতা কমে যাবে।

তথ্য উপদেষ্টা তাতে সম্মত হন জানিয়ে এম আবদুল্লাহ বলেন, ‘এরই ধারাবাহিকতায় আমরা এর নীতিমালা নিয়ে কাজ করছি। নীতিমালাটা প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। মন্ত্রণালয়ের যথাযথ সহযোগিতা পেলে এই অর্থবছরে না হলেও আগামী অর্থবছরে প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনার চেষ্টা করছি। এটি বাস্তবায়ন করতে পারলে একটি যুগান্তকারী ঘটনা হবে।’

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান কারা পাবেন ব্যাখ্যা করতে গিয়ে সাবেক এই বিএফইউজে সভাপতি বলেন, ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট একটি সাংবাদিক কল্যাণমূলক প্রতিষ্ঠান। কিন্তু বিগত ফ্যাসিবাদী আমলে এই প্রতিষ্ঠানটিকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে। নতুন বৈষম্যহীন বাংলাদেশের জন্ম হয়েছে অসংখ্য ছাত্র-জনতার রক্তের মধ্য দিয়ে। আমি এখানে কোনো রকম দল-মত, পথ, ব্যক্তিগত রেষারেষি, আক্রোশ এগুলোর প্রশ্রয় দেব না।’

একজনের অনুদান দেওয়ার ক্ষেত্রে দেখা হবে তার পাওয়ার যোগ্যতা আছে কি না, আবেদনের মেরিট আছে কি না- এ কথা উল্লেখ করে এম আব্দুল্লাহ বলেন, যদি আবেদনের মেরিট থাকে, আবেদন যদি সঠিক থাকে, তাহলে অবশ্যই অনুদান পাবেন।

বিভিন্ন সময়ে বিশেষ করে রমজানে অনেক সাংবাদিকের দুর্দশা দেখার অভিজ্ঞতা বর্ণনা করে এই সাংবাদিকবান্ধব নেতা বলেন, ‘এর আগে আমরা দেখেছি, আমাদের অনেক সাংবাদিকের অনিয়মিত বেতনের কারণে রমজান মাসে খুব কষ্ট পান। আমরা বিষয়টি বিবেচনা করে এবার প্রথম রমজানে ইফতার এবং ঈদ উপলক্ষে খাবারের উপহার প্যাকেজ বিতরণ করেছি। দেশের ১৫০০ সাংবাদিকের হাতে আমরা ইতোমধ্যে এই উপহার পৌঁছে দিয়েছি। এটাও আমরা প্রথমবারের মতো সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে করেছি।’

বগুড়ার জেলা প্রশাসক সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জেলা সভাপতি হোসনা আফরোজার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ডা. সাদিকুল ইসলাম স্বপন, নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সিনিয়র জেলা তথ্য অফিসার মাহফুজার রহমান, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল লালু, দৈনিক দুরন্ত সংবাদের সম্পাদক সবুর শাহ লোটাস, দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ।

অনুষ্ঠানে ২১ জন সাংবাদিককে চিকিৎসা অনুদান এবং ১৯ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক দেওয়া হয়।

(ঢাকাটাইমস/১৪মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা