আদাবরে টুন্ডা বাবুর ভাইসহ চারজন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, একটি কিশোর ছেলে চাপাতি হাতে নির্জন স্থানে দুই তরুণকে সামুরাই দিয়ে কোপাচ্ছে এবং ভয় ভীতি দেখাচ্ছে।
জানা গেছে, এই কিশোরের নাম আশিক। সে টুন্ডা বাবু গ্রুপের ছত্রছায়ায় এসব সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল। সম্পর্কে টুন্ডা বাবুর ভাতিজা। একই ভিডিওতে থাকা শাহরিয়ার ওরফে টেপাকেও গ্রেপ্তার করা হয়।
অভিযানে টুন্ডা বাবুর ভাই মো. স্বপন ও জাহিদকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৫২০ পোটলা রেডিমেড গাঁজা স্টিক, তিনটি বড় সামুরাই, একটি চাপাতি এবং ছোট বড় আরও ছয়টি ছুরি পাওয়া যায়।
রবিবার সকালে ৪৬ পদাতিক ব্রিগেড এর ২৩ ইস্ট বেঙ্গল পদাতিক ব্যাটেলিয়ানের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর মোহাম্মদপুর আদাবর এলাকায় কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে জড়িত টুন্ডা বাবু গ্রুপ। টুন্ডা বাবু ও তার ভাই স্বপন এভাবে উঠতি বয়সি কিশোর ছেলেদের প্রশিক্ষণ দিয়ে এবং সোশ্যাল মিডিয়ায় তাদেরকে ভাইরাল করে এরকম সন্ত্রাসী কার্যক্রমে প্রলুব্ধ করে থাকে।
সেনাবাহিনী এই টুন্ডা বাবু গ্রুপের সদস্যদের অবস্থানের তথ্য পেয়ে শনিবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে ভোর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই কিশোর গ্যাং সদস্যদের অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করে।
জানা গেছে, টুন্ডা বাবু কিছুদিন আগে র্যাবের হাতে গ্রেপ্তার হয়। এরপর তার ছোট ভাই স্বপন গ্যাংকে নেতৃত্ব দিয়ে আসছিল।
এই অভিযানের মাধ্যমে টুন্ডা বাবুর বাকি চার সহযোগীকে গ্রেপ্তার হয়।
(ঢাকাটাইমস/১৬মার্চ/এলএম/এফএ)

মন্তব্য করুন