চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মার্চ ২০২৫, ১৭:৩৪
অ- অ+

চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে হাজেরা বেগম নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

রবিবার দুপুরে সদর উপজেলা ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত হাজেরা বেগম সদর উপজেলা ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া মাঝির সোহাগের স্ত্রী।

জানা যায়, রোজা রাখার জন্য সেহরি না খেয়ে ঘুমিয়ে পড়েন হাজেরা বেগম। সকাল বেলায় নদীর পাড় থেকে মাটি কেটে বাড়িতে আনার জন্য যান তার শ্বশুর ও শাশুড়ি। কাজ শেষে বাড়িতে এসে পেছনের দরজা দিয়ে ঢুকে হাজেরা বেগমকে সিলিং ফ্যানের সাথে রশি লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে বিষয়টি অবহিত করে। পরে পুলিশ লাশটি সুরতহাল করে ময়নাতদন্তের জন্য থানা নিয়ে যায়।

আরোও জানা যায়, বিয়ের এক মাস পর স্বামী সোহাগ মাঝি জীবন জীবিকার তাগিদে ঢাকায় ফার্নিচারের কাজ করতে চলে যান। বাড়িতে থাককতেন সোহাগের স্ত্রী ও তার বাবা-মা। তবে কি কারণে তার স্ত্রীর মৃত্যু হয়েছে তা পরিবারের কেউ বলতে পারছে না।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

(ঢাকা টাইমস/১৬মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা