খেলায় পূর্ণ মনোযোগ দিতে সামাজিক যোগাযোগমাধ্যম ছেড়েছেন বিরাট কোহলি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মার্চ ২০২৫, ১৭:৫৬
অ- অ+

বর্তমান সময়ে ক্রিকেটবিশ্বকে যে কয়জন ক্রিকেটার শাসন করছেন, তাদের মধ্যে অন্যতম বিরাট কোহলি। তবে শুধু ক্রিকেট নয়, ক্রিকেটের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও অত্যন্ত জনপ্রিয় তিনি।

ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার মিলিয়ে তার ভক্তের সংখ্যা প্রায় একশ' কোটি। এত ভক্ত থাকার পরেও ইদানীং এসব প্ল্যাটফর্মে বেশ অনিয়মিত হয়ে পড়ছেন কোহলি। ক্রিকেটে বেশি মনোযোগ দিতে এমনটা করছেন বলে জানিয়েছেন ভারতীয় তারকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিটি ছবি-ভিডিওর জন্য বড় অঙ্কের অর্থ পেয়ে থাকেন কোহলি। ভক্তরাও তাকিয়ে থাকেন তার পোস্টের আশায়। তবে এসব দিক নিয়ে ভাবছেন না কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্ট জিতেও একটি পোস্ট করেননি সামাজিক যোগাযোগমাধ্যমে। অথচ একসময় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব ছিলেন কোহলি। ব্যক্তিগত এবং খেলোয়াড়ি জীবনের বিভিন্ন বিষয় ফেসবুকে তুলে ধরতেন ভক্তদের উদ্দেশে।

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কোহলির দূরে সরে যাওয়ার বিষয়টি চোখ এড়ায়নি ভক্ত-সমর্থকদেরও। আর সে কারণে সম্প্রতি একটি অনুষ্ঠানে এ বিষয়ের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তারকা ক্রিকেটারকে।

চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে অন্য ক্রিকেটারদের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে কেন পোস্ট করেননি, এমন প্রশ্নের জবাবে কোহলি বলেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার যে আনন্দ আমার হয়েছে তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে বাড়বে না। সবাই জানে আমরা ট্রফি জিতেছি। তাই সেই বিষয়ে পোস্ট করলে তো আর দুটো চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারব না। বাস্তব তো একই থাকবে।'

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে সরে যাওয়ার ব্যাখায় কোহলি বলেন, 'প্রযুক্তি অনেক সময় মনঃসংযোগে ব্যাঘাত ঘটায়। আমার ক্যারিয়ারে সেটা দেখেছি। সমাজিক যোগাযোগমাধ্যম আমার খেলায় প্রভাব ফেলেছে। সেই কারণেই আমি বেরিয়ে এসেছি। আমি এমন একটা সময়ে বড় হয়েছি, যখন পকেটে ফোন থাকত না। তাই এখনও সেটা দূরেই রাখি।'

তিনি আরও বলেন, 'আমি জানি, পোস্ট করি না বলে অনেকেই দুঃখ পান। কিন্তু আমি ইচ্ছা করেই সেটা করি। এটাই আমার যাপনের ধরন। সমাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকায় মন অনেক ফুরফুরে থাকে। সেটা আমার খেলায় সাহায্য করে।'

(ঢাকাটাইমস/১৬ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
নরসিংদীতে নির্মাণাধীন কারখানায় হামলা, যুবদল নেতা গ্রেপ্তার
সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা