সারা দেশে শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবিতে শরীয়তপুরে মানববন্ধন

সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী ও শিশু নিপীড়ন, মব সন্ত্রাসের প্রতিবাদ ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শরীয়তপুরের ডামুড্যায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ডামুড্যা উপজেলা প্রশাসনের কার্যালয়ের ফটকে শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, আমরা বারবার ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করছি, আন্দোলন করছি। ফলশ্রুতিতে কিছুই হচ্ছে না, বেশির ভাগ দোষী আইনের বাইরে। আমাদের মা-বোনেরা ঘরে-বাইরে, রাস্তাঘাটে কোথাও নিরাপদে নেই। সৌদি আরবে যেভাবে ধর্ষণকারীকে শাস্তি দেওয়া হতো সেভাবে আমাদের দেশেও যদি ধর্ষককে শাস্তির আওতায় আনা হতো তাহলে দেশে পুরুষ শাসিত সমাজ নারীদের ধর্ষণ করতে সাহস পেতো না। এভাবে দিনের পর দিন ধর্ষণ, নারী নির্যাতন বৃদ্ধি পেতে থাকলে আমাদের নারী সমাজ পিছিয়ে যাবে।
(ঢাকা টাইমস/১৭মার্চ/এসএ)

মন্তব্য করুন