শ্রীপুরে বকেয়া বেতন, ঈদ বোনাসের দাব‌িত‌ে কারখানার শ্রম‌িকদ‌ের সড়ক অবেরাধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ মার্চ ২০২৫, ১৪:৫৮| আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৫:০৯
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সোলার সিরামিক কারখানার শ্রমিকরা।

সোমবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত কেওয়া (নতুন বাজার) এলাকায় সড়কের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটে সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

আন্দোলনরত শ্রমিকরা জানান, চলতি মাসের এক তারিখে কারখানা কর্তৃপক্ষ লে-অফ ঘোষণার নোটিশ টানিয়ে কারখানা বন্ধ করে দেয়। ফেব্রুয়ারি মাসের বেতন গত রবিবার পরিশোধের কথা ছিল। সকালে শ্রমিকেরা বকেয়া নিতে এসে কারখানা গেটে পূর্বের টানিয়ে দেওয়া নোটিশ দেখতে পাননি। নতুন টানানো নোটিশে কারখানা কর্তৃপক্ষ উল্লেখ করে বকেয়া বেতন আগামী এপ্রিল মাসের ৫ তারিখ পরিশোধ করা হবে।

তারা আরো জানান, আমরা একেকজন শ্রমিক ৫ বছর, কেউ কেউ ৭ বছর এবং কেউ কেউ ১০ বছরেরও বেশি সময় এ কারখানায় চাকরি করছি। আমাদের অনেক শ্রমিকের সার্ভিস বেনিফিটের টাকা পাওনা রয়েছে। ওইসব বকেয়া বেতন পরিশোধ না করে কর্তৃপক্ষ হঠাৎ করে কারখানায় বন্ধের নোটিশ টানিয়ে দেয়। পরবর্তীতে বারবার বকেয়া পরিশোধের তারিখ দিয়েও পরিশোধ করছে না। কারখানা মালিক আমাদের সঙ্গে বারবার টাকা পরিশোধের আশ্বাস দিয়ে টালবাহানা করছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বকেয়া পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা সড়ক থেকে সরে যান। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।’

(ঢাকা টাইমস/১৭মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যে কারণে ৩৬ রিয়েল এস্টেট কোম্পানির নিবন্ধন বাতিল করল সরকার
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: বিপিডিবি চেয়ারম্যান
উত্তরা, আগারগাঁও, কচুক্ষেতে জোরপূর্বক গুমের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা
বৈষম্যবিরোধীরা রক্ষীবাহিনী মতো আচরণ করছে: ছাত্রদল সম্পাদক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা