সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ছেলে রাহাত ও উপসচিব দিদারুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জাহিদ মালেকের ছেলে রাহাত মালেকের এবং জাতীয় সংসদ সচিবালয়ের উপ-সচিব মো. দিদারুল আলম চৌধুরী (বর্তমানে পিআরএল ভোগরত) দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
দুদকের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও ঘুষ গ্রহণের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ চেয়ে আবেদন করে দুদক। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।
(ঢাকাটাইমস/১৭মার্চ/এমআর)

মন্তব্য করুন