মানবপাচার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ মার্চ ২০২৫, ১৬:৫৯
অ- অ+

একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ মাতুব্বরকে (৫৫) রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে গেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার দুপুরে র‌্যাব- এর মাদারীপুর ক্যাম্প থেকে তথ্য নিশ্চিত করা হয়। এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল তাকে আটক করে।

আটক ফরহাদ মাতুব্বর মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর গ্রামের মৃত হামিজউদ্দিন মাতুব্বরের ছেলে এবং গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাব জানায়, ফরহাদ মাতুব্বর বিভিন্ন দেশে পাঠানোর লোভনীয় প্রস্তাব দিয়ে কালকিনি ডাসার থানাধীন এলাকার বহু সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। পরবর্তীতে তার নামে কালকিনি ডাসার থানায় মামলা হলে আত্মগোপনে যান তিনি। রোববার ঢাকার শাহবাগ থানা এলাকা থেকে র‌্যাব- এর একটি আভিযানিক দল তাকে আটক করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানায় র‌্যাব।

(ঢাকাটাইমস/১৭মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা