সেই ভিক্টর পরিবহনে ফের জবি ছাত্রীকে হেনস্তা

জবি প্রতিনিধি
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২৫, ০৮:৫৬| আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১২:২৩
অ- অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠেছে। সোমবারের এ ঘটনায় শিক্ষার্থীরা ভিক্টর ক্লাসিক পরিবহনের ১৫টি বাস আটকে রাখেন। রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বাসগুলো আটকে দেওয়া হয়।

জানা যায়, জবির ইংরেজি বিভাগের ছাত্রী সামিয়া গুলিস্তান থেকে বাসে ওঠার সময় ওই বাসের হেলপার তাকে হেনস্তা করেন। তিনি বাসের অন্য যাত্রীদের বিষয়টি জানালে কেউ কর্ণপাত করেননি। পরে বিশ্ববিদ্যালয়ে এসে বন্ধুদের জানানোর পর শিক্ষার্থীরা একত্রিত হয়ে ভিক্টর ক্লাসিকের বাসগুলো আটকে রাখেন। তবে অভিযুক্ত হেলপার ও সংশ্লিষ্ট বাসটি পাওয়া যায়নি।

ভুক্তভোগী বলেন, "আমরা প্রায়ই শুনি আমাদের বোনেরা এমন হেনস্তার শিকার হয়। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যেন আর কোনো মেয়েকে এমন পরিস্থিতির শিকার হতে না হয়।"

ভুক্তভোগীর বন্ধু সিফাত সাকিব বলেন, "আমাদের ব্যাচের এক ফ্রেন্ড গুলিস্তান থেকে বাসে ওঠার সময় হেনস্তার শিকার হয়। আমরা সেই বাস ও হেলপারকে খুঁজে পাইনি। তাই প্রতিবাদস্বরূপ ভিক্টর ক্লাসিকের ১৫টি বাস আটকে রেখেছি।"

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, "ঘটনাটি আমরা জানতে পেরেছি। ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছি এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সবসময় সচেষ্ট।"

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরেও ভিক্টর ক্লাসিক বাসে জবির আরেক ছাত্রী হেনস্তার শিকার হয়েছিলেন। সে সময়ও ক্ষুব্ধ শিক্ষার্থীরা ১১টি বাস আটকে রেখেছিলেন। শিক্ষার্থীরা দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।

(ঢাকাটাইমস/১৮মার্চ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ সমঝোতা স্মারক নবায়ন করবে কাতার
কুয়েটের ভিসি মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবি এনসিপির
উত্তরা কৃষক লীগের সহ-সভাপতি নেতা হানিফ গ্রেপ্তার
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তি: কোহিনুর কেমিক্যালের সুপারভাইজার বিধান বাবু আটক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা