ঈদে আসছে রেহান রাসুলের ‘প্রিয়তমা’

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২৫, ১২:২৬| আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১২:৫৪
অ- অ+

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে রেহান রাসুলের নতুন গান ‘প্রিয়তমা’। গানটির ভিডিওচিত্রে মডেল হয়েছেন নিদ্রা দে ও প্রান্তর। ঈদের দিন বিকাল তিনটায় "অরোরা এন্টারটেইনমেন্ট" ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।

তাসনুভ এন রহমানের সংগীতায়োজনে 'প্রিয়তমা' গানের সুর করেছেন বাসুদেব চক্রবর্তী।

গানটির গায়ক রেহান রাসুল বলেন, গানের কথা নিয়ে শান্ত পথিকের সাথে আমি কথায় যাই না খুব একটা। ওনার নিজের ছন্দ আছে। কোনো এক কারণে সেই কথায় কষ্ট যোগ করতে জানেন সুরকার বাসুদেব দা। আর আমি? আমি গান শুনে বলেছিলাম এই গান তো বেশি সুন্দর! অর্থাৎ ভিউ পাবেন না! অরোরার শান্ত পথিক উত্তরে বলেছিলেন "তাতে আমার কী?" ব্যাস, জান দিয়ে গানখানা গেয়ে ফেললাম! তাসনুভা ভাই গানটাকে সমৃদ্ধ করে ফেললেন! এই তো। মিউজিক ভিডিওর স্ক্রিপ্ট, ফারহান এবং হৃদয় ভাইকে সিন বোঝানো, কিছু দৃশ্য নিজে পরিচালনা করা এবং এডিটিং প্যানেলে বসা সব কিছুতেই এই গানে আমি আছি! জান দিয়ে গান করা বোধহয় এটাকেই বলে"!

নিদ্রা দে বলেন, গানটির গল্প যখন শোনানো হয় তখনি আমি চরিত্রটার প্রেমে পরে যাই কারণ একটা ভিনটেজ লুকে আগে কাজ করা হয়নি। অনেকটা ষাটের দশকের একজন শান্তিকেতন এর ছাত্রীর চরিত্র। বাকিটা পর্দায় দেখে নিবেন।

প্রান্তর দস্তিদার বলেন, গানে আমার উপস্থিতি অনেকটা অতিথি চরিত্রের তারপরেও গানটা শোনার পর আগ্রহ অনেক বেড়ে যায় কারণ একটা লোভনীয় চরিত্রে দশ সেকেন্ডের উপস্থিতিও একটা আত্মতৃপ্তির ব্যাপার। গানটির ভিডিও চিত্র নির্মাণ করেন ফারহান আহমেদ রাফাত, ক্যামেরায় ছিলেন হৃদয় সরকার এবং এডিটিং ও কালার করেন কাজল আফরিন অনিক।

(ঢাকাটাইমস/১৮মার্চ/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর লক্ষ্য সরকারের: ড. খলিলুর রহমান
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর ২ সদস্য আটক
বাঞ্ছারামপুরের শারীরিক নির্যাতনের শিকার শিশুর খোঁজ নিলেন তারেক রহমান  
কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা