জীবিত ফুটবলারকে মৃত ভেবে এক মিনিট নীরবতা পালন, পরে দুঃখপ্রকাশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২৫, ১৬:২৩
অ- অ+

খেলার মাঠে প্রায়ই দেখা যায় ব্যতিক্রমী সব ঘটনা। যা বিস্ময়ের জন্ম দেয় মানুষের মনে। এবার আরও এক বিস্ময়কর ঘটনার সাক্ষী হলেন ক্রীড়াপ্রেমীরা। জীবিত একজন সাবেক খেলোয়াড়কে মৃত ভেবে এক মিনিট নীরবতা পালন করেছে বুলগেরিয়ান ক্লাব আরদা কারজালি।

বুলগেরিয়ার শীর্ষস্তরের ক্লাব ফুটবলে রবিবার (১৬ মার্চ) সাবেক এক ফুটবলারের মৃত্যু হয়েছে ভেবে প্রথম সারির ক্লাব আরদা কারজালির ফুটবলাররা মাঠে নামার আগে এক মিনিট নীরবতা পালন করে। তবে পরে জানা যায়, সেই ফুটবলারের মৃত্যু হয়নি। এ ঘটনায় ক্লাবটি দুঃখ প্রকাশ করেছে।

রবিবার কারজালির ম্যাচ ছিল লেভস্কি সোফিয়ার বিপক্ষে। সেই ম্যাচ শুরুর আগে দুই দল মাঝমাঠে লাইন ধরে দাঁড়িয়ে মাথা নিচু করে সম্মান জানায় মৃত্যুবরণ করা আরদার সাবেক খেলোয়াড় গানচেভকে। এ সময় এক মিনিট নীরবতার পর খেলা শুরু হয়।

কিন্তু খেলা শেষ হওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে গানচেভ জানান, ক্লাব কর্তৃপক্ষ ভুল সংবাদ পেয়েছে, তিনি এখনও জীবিত।

অবশ্য এক বিবৃতিতে ক্ষমা চেয়েছে কারজালি কর্তৃপক্ষ। ক্লাবের পক্ষ থেকে লেখা হয়, ‘আরদা কারজালির ম্যানেজমেন্ট আমাদের সাবেক আরদা ফুটবলার পেতকো গানশেভ, তার পরিবার ও আত্মীদের কাছে গভীরভাবে দুঃখ প্রকাশ করে জানাচ্ছে যে, আমরা তার মৃত্যুর বিষয়ে ভুল তথ্য জেনেছিলাম। আমরা আশা করবো, পেতকো আরও অনেক বছর সুন্দর ও ভালো স্বাস্থ্য নিয়ে বেঁচে থাকবেন এবং আরদার সাফল্য উপভোগ করবেন।’

এমন বিব্রতকর ভুলের দিন লেভস্কি সোফিয়ার বিপক্ষে ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে আরদা কারজালি।

(ঢাকাটাইমস/১৮ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে
আধুনিক বিমান বাহিনী গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত থাকবে: প্রধান উপদেষ্টা
বগুড়ায় অ‌টো‌রিকশা চালক হত্যার দায়ে দুজ‌নের মৃত্যুদণ্ড
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা