ইউক্রেনের যুদ্ধ বন্ধে ট্রাম্প-পুতিনের ফোনালাপ 

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২৫, ২২:০২
অ- অ+
ফাইল ছবি

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে পূর্বনির্ধারিত টেলিফোন আলাপ শুরু হয়েছে। গত জানুয়ারিতে ট্রাম্প দায়িত্ব নেয়ার পর দুই প্রেসিডেন্টের মধ্যে এটি দ্বিতীয় ফোনাআলাপ।

বাংলাদেশ সময় রাত আটটা নাগাদ শুরু হওয়া কথোপকথনটি এক ঘন্টার বেশি সময় ধরে চলছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ ড্যান স্ক্যাভিনো।

এরআগে রবিবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন ইউক্রেন যুদ্ধ ইস্যুতে মঙ্গলবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন তিনি।

এয়ারফোর্স ওয়ানে যাত্রাপথে সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছেন, পুতিনের সাথে কথোপকথনে ভূমি ও বিদ্যুৎকেন্দ্রের বিষয়গুলো সামনে আনতে চান তিনি।

তিনি বলেন, ‘দেখি যুদ্ধের ইতি টানা যায় কি না। হয়তো আমরা পারবো, হয়তো পারবো না। তবে, একটা ভালো সুযোগ রয়েছে বলে মনে করি।’

পরে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছিল রাশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা (বাংলাদেশ সময় রাত নয়টা) নাগাদ কথোপকথন শুরু হতে পারে।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয় ইউক্রেন। এরপর একই প্রস্তাব রাশিয়াকেও দেয় মার্কিনিরা। যদিও রুশ প্রেসিডেন্ট পুতিন এখনো এতে পুরোপুরি রাজি হননি। তবে ট্রাম্পের দাবি, তিনি কথা বললে পুতিন হয়ত যুদ্ধবিরতিতে রাজি হতে পারেন।

সূত্র: বিবিসি

(ঢাকাটাইমস/১৮মার্চ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যে কারণে ৩৬ রিয়েল এস্টেট কোম্পানির নিবন্ধন বাতিল করল সরকার
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: বিপিডিবি চেয়ারম্যান
উত্তরা, আগারগাঁও, কচুক্ষেতে জোরপূর্বক গুমের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা
বৈষম্যবিরোধীরা রক্ষীবাহিনী মতো আচরণ করছে: ছাত্রদল সম্পাদক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা