পল্লবীতে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২৫, ২৩:০৩| আপডেট : ১৮ মার্চ ২০২৫, ২৩:০৫
অ- অ+

রাজধানীর পল্লবী এলাকায় এক নারী (৫০) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই নারী একটি দৈনিক পত্রিকার সাংবাদিক বলে জানা গেছে।

সোমবার গভীর রাতে নির্মাণাধীন একটি ভবনে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। এ ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী। মামলায় ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- এনামুল হক (৩৮) ও হামিদুর রহমান (৫০)।

পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, ক্যান্টনমেন্ট ও পল্লবী থানার সীমান্তবর্তী আজিজনগর এলাকায় একটি অপরাধী চক্রের বিষয়ে অনুসন্ধান করতে যান ওই নারী। তবে সেখানে পৌঁছানোর আগেই রাত ১টার দিকে ইসিবি চত্বরে তাকে আটক করে ১৬ দুর্বৃত্ত। তারা নারীকে জোর করে পল্লবীর গ্রীন সিটি বালুর মাঠ এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে আসামিরা তাকে ধর্ষণ করে। পরে মঙ্গলবার সকাল ৮টায় ভুক্তভোগীর মাধ্যমে খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

ওসি বলেন, ঘটনাস্থল পল্লবী থানার আওতাধীন হওয়ায় তারা বিষয়টি আমাদের জানায়। এরপর আমরা গিয়ে তাকে উদ্ধার করি। ধর্ষণে অভিযুক্ত দুজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, নির্মাণাধীন ভবনটির তত্বাবধায়ক এনামুল হক ও হামিদুর রহমান।

(ঢাকাটাইমস/১৮মার্চ/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যে কারণে ৩৬ রিয়েল এস্টেট কোম্পানির নিবন্ধন বাতিল করল সরকার
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: বিপিডিবি চেয়ারম্যান
উত্তরা, আগারগাঁও, কচুক্ষেতে জোরপূর্বক গুমের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা
বৈষম্যবিরোধীরা রক্ষীবাহিনী মতো আচরণ করছে: ছাত্রদল সম্পাদক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা