চাঁদপুরের সাবেক ৫ ইউপি চেয়ারম্যান কারাগারে

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০২৫, ১২:১২| আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১৪:১১
অ- অ+

গত বছর ৪ আগস্টের নাশকতা মামলায় চাঁদপুর সদরের ৫ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদের আদালতে তাদের জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো সাবেক চেয়ারম্যানরা হলেন— সদর উপজেলার ২ নম্বর আশিকাটি ইউপির মো. বিল্লাল হোসেন মাস্টার, ৪ নম্বর শাহমাহমুদপুর ইউপির মাসুদুর রহমান নান্টু, ৬ নম্বর মৈশাদী ইউপির নুরুল ইসলাম পাটওয়ারী, ৯ নম্বর বালিয়া ইউপির রফিকুল্যা পাটওয়ারী, ১৩ নম্বর হানাচর ইউপির ছাত্তার রাঢ়ী।

এর আগে সাবেক এই পাঁচ চেয়ারম্যান ছাত্র-জনতার আন্দোলনের পরে দায়ের করা চাঁদপুর সদর মডেল থানার জিআর ৫৮৫, ৫৭৯ ও ৫৭১ মামলায় জামিনের কাগজ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে জমা দিতে আদালতে আসেন। পরে আদালতের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

তিনি বলেন, এই পাঁচ সাবেক চেয়ারম্যানকে গত ৪ আগস্ট চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় থানায় দায়ের করা ৬৩০ নম্বর মামলায় গ্রেপ্তার করা হয়। এই মামলার বাদী আল-আমিন হোসেন। ঘটনা ৪ আগস্ট হলেও মামলা হয় ওই বছর ১৮ অক্টোবর।

(ঢাকা টাইমস/১৯মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে অপসারণ
রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
সিন্ধু নদীতে আমাদের পানি অথবা তোমাদের রক্ত প্রবাহিত হবে, ভারতকে বিলাওয়াল
মাইন্ডফুলনেস থেরাপি দূরে করে হাজারো রোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা