সমকালের সম্পাদক হিসেবে দায়িত্ব নিলেন শাহেদ মুহাম্মদ আলী
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ১৯ মার্চ ২০২৫, ২১:০০| আপডেট : ১৯ মার্চ ২০২৫, ২১:০৩

জ্যেষ্ঠ সাংবাদিক শাহেদ মুহাম্মদ আলীকে সমকাল পত্রিকার সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী শাহেদ মুহাম্মদ আলী ১৯৯৭ সালে ভোরের কাগজের সহ-সম্পাদক হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন। পরের বছরের ১ সেপ্টেম্বর যোগ দেন প্রথম আলোতে।
শাহেদ মুহাম্মদ আলী তার দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রথম আলোর প্রধান প্রতিবেদক, বার্তা সম্পাদক ও জ্যেষ্ঠ বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি কালের কণ্ঠের সম্পাদক ছিলেন।
(ঢাকাটাইমস/১৯মার্চ/এজে)

মন্তব্য করুন