যশোরের সাবেক সংসদ সদস্য রনজিতসহ পরিবারের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ

যশোর প্রতিনিধি
  প্রকাশিত : ২১ মার্চ ২০২৫, ০৯:১৪
অ- অ+

যশোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত কুমার রায়, তার স্ত্রী নিয়তি রানী রায়, তাদের সন্তান রাজীব কুমার রায় ও সজিব কুমার রায়ের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দিয়েছেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন।

দুদকের পক্ষে সহকারী পরিচালক সাজিদ উর রোমান সম্পদ জব্দের আবেদন করেন। দুদকের তথ্য অনুযায়ী, রণজিৎ কুমার রায়ের বেশির ভাগ স্থাবর সম্পদ যশোরে অবস্থিত।

দুদকের তথ্য অনুসারে রনজিৎ কুমার রায়, তার স্ত্রী নিয়তি রানী রায়, তাদের সন্তান রাজীব কুমার রায় ও সজিব কুমার রায়ের চারটি ফ্ল্যাট, দুটি বাড়ি, ৬০টি দোকানসহ ৭৯ দশমিক ৬২ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ১৩৭টি ব্যাংক হিসাবের তিন কোটি ৭৯ লাখ ৬৩ হাজার ৯৭২ টাকা জব্দের আদেশ দিয়েছেন আদালত।

তাদের স্থাবর সম্পদের মধ্যে রয়েছে, যশোর সদরে ১৩৫৬ বর্গফুটের দুটি ফ্ল্যাট ও যশোরের নিউমার্কেটের পাশে ১২২৪ বর্গফুটের দুটি ফ্ল্যাট, চার ও তিন তলা ভবনের দুটি বাড়ি। যশোরের অভয়নগর উপজেলায় ছয় হাজার ছয় বর্গফুটের নির্মাণাধীন ৬০টি দোকানসহ ৭৯ দশমিক ৬২ বিঘা জমি।

এসব জমির মধ্যে রনজিত কুমারের রয়েছে ৩১ দশমিক ৪৮ বিঘা, তার স্ত্রীর ১ দশমিক ৭৫ বিঘা ও সন্তানদের ৪৬ দশমিক ৩৯ বিঘা জমি। এসব সম্পত্তির মোট দলিল মূল্য ১৭ কোটি এক লাখ ৫৮ হাজার ১৫০ টাকা।

অস্থাবর সম্পদের মধ্যে রণজিত কুমারের ২৫ হিসাবে আছে ৭১ লাখ ৪১ হাজার ৩৭৮ টাকা, স্ত্রীর ২১ হিসাবে ৬৫ লাখ ৮৫ হাজার ৮৬ টাকা, সন্তান রাজীব কুমারের ৪৪ হিসাবে ৬৮ লাখ ৭ হাজার ৬০২ টাকা, রাজীবের নিয়তি প্রোপাইটরের ছয় হিসাবে ৯০ হাজার ৩০৫ টাকা, নিয়তি ট্রেডে আছে ১৪ হাজার ৩০১ টাকা, রাজীবের স্ত্রী রিশিতা সাহার ২০টি হিসাবে আছে ৪০ লাখ ৭ হাজার ৯৮৪ টাকা, রণজিতের ছেলে সজীব কুমারের ১২ হিসাবে আছে পাঁচ লাখ ৬০ হাজার ৬৪ টাকা এবং সজীবের স্ত্রী অনিন্দিতা মালাকার পিউর হিসাবে আছে ২৭ লাখ ৫৭ হাজার ২৫২ টাকা।

(ঢাকাটাইমস/২১মার্চ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিন্ধু নদীতে আমাদের পানি অথবা তোমাদের রক্ত প্রবাহিত হবে, ভারতকে বিলাওয়াল
মাইন্ডফুলনেস থেরাপি দূরে করে হাজারো রোগ
পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধান উপদেষ্টা
চলতি বছরে ডিএনসিসি এলাকায় পাঁচ লাখ গাছ লাগানো হবে, জানালেন প্রশাসক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা