মোহাম্মদপুরে সারজান হত্যা মামলার আসামি শেখর গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানার আলোচিত সারজান হত্যা মামলার আসামি শেখরকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার শেখর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের কলিম জাম্বুর অন্যতম সহযোগী।
বৃস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদপুরের আসাদগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-২ এর সদস্যরা।
শুক্রবার সকালে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু।
র্যাব জানায়, গত ২৬ অক্টোবর মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ধাওয়া পাল্টা ধাওয়া চলার সময় গোলাগুলি এবং বোমা বিস্ফোরণের একপর্যায়ে আশপাশের রাস্তায় চলাচলরত ভিকটিম সারজানসহ আরও ৮/১০ জন মানুষ গুরুতর আহত হয়। স্থানীয় জনতা ভিকটিম সারজানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত সারজানের পিতা বাদী হয়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় বৃহস্পতিবার র্যাব-২ এর একটি আভিযানিক দল শেখরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে রাজধানীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/২১মার্চ/এলএম/এফএ)

মন্তব্য করুন