বিশ্বকাপ বাছাই: ৭ বদলি খেলোয়াড় নামিয়ে আলোচনায় ব্রাজিল, ফিফার নিয়ম কী বলে?

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২৫, ১৪:২৩
অ- অ+

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় শুক্রবার সকালে ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে ২-১ ব‍্যবধানে জিতেছে ব্রাজিল। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এদিন অতিরিক্ত দুজন খেলোয়াড়কে বদলি (সাবস্টিটিউট) হিসেবে নামিয়েছিল। যা নিয়ে তৈরি হয়েছে কৌতুহল।

আগে ছিল চারজন। এরপর সর্বোচ্চ পাঁচজন বদলি খেলোয়াড় মাঠে নামানোর নিয়ম অনুমোদন করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০২১ সালে সে নিয়ম কার্যকর হয়।

কিন্তু কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে পাঁচ নয়, সাতজন বদলি খেলোয়াড় নামিয়েছে ব্রাজিল। যা নিয়ে চলছে জোর আলোচনা। তবে কি ফিফার নিয়ম ভেঙেছে দরিভাল জুনিয়রের দল? না। ব্রাজিল কোচ দরিভাল নিয়মের মধ্যে থেকেই বেঞ্চে থাকা সাতজনকে খেলিয়েছেন।

গাম্যাচের অন্তিম মুহূর্তে ৯৮তম মিনিটে গোল করে সেলেসাওদের নাটকীয় জয় এনে দেন ভিনিসিয়ুস জুনিয়র। দলের হয়ে জয়সূচক গোল করার পরপরই মাঠ ছাড়েন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস।

তার পরিবর্তে অল্প সময়ের জন্য নামানো হয় ব্রাজিলের জার্সিতে অভিষেক হওয়া ফ্লামেঙ্গোর সেন্টারব্যাক লিও ওরতিজকে। তিনি ছিলেন ম্যাচে ব্রাজিলের সপ্তম বদলি।

এর আগে বদলি নেমেছেন জোয়েলিন্তন, মাথেউস কুনিয়া, সাভিনিও, আন্দ্রে, ওয়েসলি ফ্রাঙ্কা ও বেন্তো। তাদের জায়গা দিতে গেরসন, জোয়াও পেদ্রো, রদ্রিগো, ব্রুনো গিমারায়েস, ভান্দেরসন ও এলিসন বেকারকে উঠে যেতে হয়। মূলত গোলরক্ষক এলিসন উঠে যাওয়ার কারণেই সাত বদলি খেলাতে পেরেছে ব্রাজিল।

ম্যাচের ৬৯ মিনিটে একটি ফ্রি কিক শট পাঞ্চ করে দূরে সরাতে গিয়ে কলম্বিয়ার ডিফেন্ডার দাভিদসন সানচেজের মাথার সঙ্গে সজোরে ধাক্কা লাগে ব্রাজিলিয়ান গোলকিপার এলিসন বেকারের। দুজনই সঙ্গে সঙ্গে মাঠে লুটিয়ে পড়েন। পরে তাদের মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

ফিফার কনকাশন প্রটোকলে বলা হয়েছে, কোনো দলের একজন খেলোয়াড় মাথায় আঘাতজনিত চোট নিয়ে মাঠ ছাড়লে তার সঙ্গে অতিরিক্ত আরও একজনকে খেলানো যাবে। খেলার ভারসাম্য ঠিক রাখতেই এ ধরনের আঘাতজনিত ঘটনায় ফিফা অতিরিক্ত একজনকে খেলানোর অনুমতি দিয়ে থাকে।

সেই নিয়ম কাজে লাগিয়ে মাথায় আঘাত পাওয়া গোলকিপার এলিসনের পরিবর্তে নামেন বেন্তো এবং শেষ দিকে ভিনিসিয়ুসের পরিবর্তে নামেন সপ্তম বদলি ওরতিজ।

(ঢাকাটাইমস/২১ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ পরিবারের ৫ সদস্যের জমি-বাড়ি ক্রোক, রিসিভার নিয়োগের আদেশ
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
নিজের ওপর চলা নির্যাতনের বর্ণনা দিয়ে বিচার চাইলেন রাশেদ খান
এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তার বদলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা