রাজধানীতে যৌথ বাহিনীর সতর্ক অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২৫, ১৮:০৮
অ- অ+

শুক্রবার সকাল থেকে রাজধানীজুড়ে সতর্ক অবস্থান নিয়েছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। প্রধান প্রধান সড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল দেয়ার পাশাপাশি বিভিন্ন পরিবহনে তল্লাশি করতেও দেখা গেছে তাদের।

দুপুরে রাজধানীর খিলক্ষেত বাসস্টেশনের এমাথা-ওমাথা সেনাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গেছে। যাত্রী ওঠা-নামার সময় বিভিন্ন বাসে ওঠে তল্লাশি করতে দেখা যায় সেনাদস্যস্যে।মোটর সাইকেলও তল্লাশী করা হয়।

বেলা আড়াইটার দিকে কাকরাইল থেকে মগবাজারমুখী ক্যাপ্টেন মনসুর আলী এভিনিউর হলি ফ্যামিলি মোড়ে দেখা গেছে বিপুল সংখ্যক সেনাসদস্য। সন্দেহজনক গাড়ি থামিয়ে তল্লাশি করেন তারা।

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতা ও ভারতে মুসলিমদের ওপর আক্রমণের প্রতিবাদে আজ শুক্রবার (২১ মার্চ) রাজধানীতে বিভিন্ন ইসলামি দল ও সংগঠনের বিক্ষোভ মিছিল কর্মসূচি সামনে রেখে এই সতর্ক অবস্থান বলে জানা গেছে বিভিন্ন সূত্রে।

একই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতেও বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল বিভিন্ন সংগঠন। এই দুই কর্মসূচিই ছোট পরিসরে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল হয়েছে। বিকেলে রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ সমাবেশ হয়। সেখান থেকে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ নামে একটি প্ল্যাটফর্মের ঘোষণা দেওয়া হয়। এর আগে দুপুরে এখানে একই দাবিতে বিক্ষোভ করে ইনকিলাব মঞ্চ। বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেওয়া হয় এসব কর্মসূচিতে

এসব কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে— এমন আশঙ্কায় সামগ্রিক পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি হিসেবে সকাল থেকেই রাজধানী ঢাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় বলে জানায় সূত্র।

ইসলামী দলগুলোর বিক্ষোভ মিছিল সাধারণত বায়তুল মোকাররম মসজিদ কেন্দ্রিক বেশি হয়। তাই এই মসজিদের সামনে যৌথ বাহিনী মোতায়েন করা হয়। সঙ্গে ছিল জলকামান, এপিসি।

এ ছাড়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশেও যৌথ বাহিনীর অবস্থান দেখা গেছে। কোথাও কোথাও সাদা পোশাক ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিপুলসংখ্যক সদস্যকে জ্যাকেট পরে অবস্থান করতে দেখা গেছে।

(ঢাকাটাইমস/২১মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাইন্ডফুলনেস থেরাপি দূরে করে হাজারো রোগ
পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধান উপদেষ্টা
চলতি বছরে ডিএনসিসি এলাকায় পাঁচ লাখ গাছ লাগানো হবে, জানালেন প্রশাসক
গরমে পানিশূন্যতা দূর করে আখের রস, কিডনি সুস্থ রাখে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা