খিলগাঁওয়ে শেখ রাসেল স্মৃতি সংস্থার সভাপতি রফিক ও ছাত্রলীগ নেতা সুলতান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৫, ১৫:০৪| আপডেট : ২২ মার্চ ২০২৫, ১৫:১৯
অ- অ+

খিলগাঁও ও রামপুরা থানা শেখ রাসেল স্মৃতি সংস্থার সভাপতি শেখ মো. রফিকুল ইসলাম ওরফে রফিক এবং খিলগাঁও থানার ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম সুলতানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে খিলগাঁও থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার সকালে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন গ্রেপ্তারের তথ্য জানান।

তিনি জানান, সুনির্দিষ্ট মামলায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে খিলগাঁও ও রামপুরা থানা শেখ রাসেল স্মৃতি সংস্থার সভাপতি শেখ মো. রফিকুল ইসলাম ওরফে রফিক এবং খিলগাঁও থানার ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম সুলতানকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, খিলগাঁওয়ের বাসিন্দা মো. হিরার (১৬) আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে গত ১৬ ফেব্রুয়ারি খিলগাঁও থানায় মামলাটি রেকর্ড হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে গত ১৯ জুলাই বাদীকে গুরুতর রক্তাক্ত, জখম, চুরি, চাঁদা দাবি, চাঁদা গ্রহণসহ হুকুম দেওয়ার অপরাধে ১৬৩ জনের নাম উল্লেখসহ আওয়ামী লীগ, আওয়ামী নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটসহ অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা ১৫০-২০০ জন নেতাকর্মী ও সশস্ত্র ক্যাডার বাহিনীর বিরুদ্ধে তিনি মামলাটি করেন। এ মামলায় শুক্রবার এই দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/২২মার্চ/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যে কারণে ৩৬ রিয়েল এস্টেট কোম্পানির নিবন্ধন বাতিল করল সরকার
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: বিপিডিবি চেয়ারম্যান
উত্তরা, আগারগাঁও, কচুক্ষেতে জোরপূর্বক গুমের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা
বৈষম্যবিরোধীরা রক্ষীবাহিনী মতো আচরণ করছে: ছাত্রদল সম্পাদক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা