জবি উপাচার্যের নামে ফেইক হোয়াটসঅ্যাপ আইডি খুলে টাকা দাবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের নামে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে অর্থ চাওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার উপাচার্যের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ বিষয়ে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
উক্ত পোস্টে উপাচার্য উল্লেখ করেন, ‘আমার অফিসিয়াল ছবি ব্যবহার করে 01856064528 নাম্বার (নাম্বারটি আমার নয়) থেকে টাকা চাওয়া হচ্ছে। দয়া করে কেউ টাকা দেবেন না। ধন্যবাদ।’
ভুয়া হোয়াটসঅ্যাপ আইডির মাধ্যমে প্রতারণার কৌশল হিসেবে উপাচার্যের ছবি ও পরিচয় ব্যবহার করা হয়। কথোপকথনের স্ক্রিনশট বিশ্লেষণে দেখা যায়, প্রতারক নিজেকে জরুরি মিটিংয়ে থাকার অজুহাত দেখিয়ে আর্থিক লেনদেন করতে অক্ষম বলে দাবি করেন। এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্পের কাজের জন্য জরুরি ভিত্তিতে ৪০ হাজার টাকা পাঠাতে অনুরোধ করেন।
সন্দেহজনক নম্বর থেকে অর্থ চাওয়ার বিষয়টি নজরে আসার পর, স্ক্রিনশটে থাকা ওই নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে কল রিসিভ করা হয়নি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও উপাচার্যের কার্যালয় থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
(ঢাকা টাইমস/২২মার্চ/এসএ)

মন্তব্য করুন