গাজীপুরে দম ফেলার সময় নেই দর্জিদের  

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২৫, ১৪:২৫| আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১৪:৩৬
অ- অ+

ঈদকে সামনে রেখে গাজীপুরে দর্জিপাড়ায় চলছে অনবরত পোশাক সেলাইয়ের কাজ। দম ফেলার সময় নেই দর্জিদের। গভীর রাত পর্যন্ত কাপড় কাটা আর সেলাই কাজ চলছে সমান তালে। ঈদ ঘনিয়ে আসায় দর্জিদের ব্যস্ততাও বাড়ছে। ঈদকে কেন্দ্র করে অর্ডারের চাপে দর্জিপাড়ায় ব্যস্ততাও বেড়েছে বেশ।

বাহারি ডিজাইনের পোশাকে বাজার সয়লাব থাকলেও এখন তৈরি পোশাকের কদরের কমতি নেই। আর বেশি ইনকামের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন দর্জি কারিগররা।

তাই পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন জামা কাপড় তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। বিরামহীনভাবে চলছে সেলাই যন্ত্রের খটখট শব্দ।

সরজমিনে ঘুরে দেখা যায়, কাটার মাস্টারের কাঁচি চলছে নতুন কাপড়ের ওপর। সেই কাপড় চলে যাচ্ছে কারখানার কারিগরের হাতে। কারিগরেরা দিনরাত পরিশ্রম করে তৈরি করছেন নতুন পোশাক। কারখানাজুড়ে সেলাই মেশিনের ঘটঘট শব্দ। প্রচণ্ড গরমে শরীরে ঘাম ঝরলেও মনের আনন্দে সেলাই করছেন দর্জিরা। অবিরাম ঘুরছে সেলাই মেশিনের চাকা। তৈরি হচ্ছে শার্ট, প্যান্ট, পাজামা, পাঞ্জাবিসহ মেয়েদের বাহারি ডিজাইনের সব পোশাক।

টঙ্গী বাজার, নতুন বাজার, টঙ্গী কলেজ গেট, মিরের বাজার, পূবাইল বাজার এলাকায় নতুন কাপড় তৈরিতে ব্যস্ত রয়েছেন তারা। কেউ কেউ অর্ডার দিচ্ছেন নতুন শার্ট-প্যান্টের, অনেকে অর্ডার দিচ্ছেন নতুন পাঞ্জাবি, অনেক মহিলা ক্রেতারা অর্ডার দিচ্ছেন জামা। প্রতি পিস প্যান্ট সেলাই হচ্ছে ৫০০-৬০০ টাকা, শার্ট ৪৫০-৫০০ টাকা, মেয়েদের লেহেঙ্গা ৮০০-১২০০ টাকা, থ্রি পিস প্রকারভেদ অনুযায়ী ৪০০-৮০০ টাকা, ব্লাউজ-পেটিকোট ২০০-৩০০ টাকা, বাচ্চাদের পোশাক ডিজাইনের ওপর নির্ভর করে নেওয়া হয় মজুরি। নির্দিষ্ট সময়ের মাঝে তৈরি পোশাক সরবরাহ করতে হবে অর্ডারকৃত ক্রেতাদের কাছে।

কাপড় তৈরি করতে আসা ডাক্তার হাদিউল ইসলাম রুবেল বলেন, ‘ঈদের সময় সবাই চায় নতুন পোশাক পরতে। তাই নিজের পছন্দমতো কাপড় গজ আকারে কিনে দর্জির দোকানে বানাতে দিই।’

মিরের বাজারে অবস্থিত মেসকো টেইলার্সে আসা একজন ক্রেতা বলেন, ‘প্রতি বছর নতুন কাপড় তৈরি করে পরি। অন্য বছরের তুলনায় এ বছর কাপড়ের দাম বেশি। আবার কাপড় তৈরির মজুরিও একটু বেড়েছে।’

মেসকো টেইলার্সের স্বত্বাধিকারী মাসুম মিয়াকে বলেন, ‘বিরতিহীনভাবে রাতভর কাজ করে ক্রেতাদের চাহিদা মোতাবেক পোশাক তৈরির কাজ চালানো হচ্ছে। আমরা আশা করছি যদি বিদ্যুতের সমস্যা না থাকে তাহলে সবাইকে সময় মতো কাপড় ডেলিভারি দিব।’

(ঢাকা টাইমস/২৪মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাইবান্ধায় ঝড়ো হাওয়ায় বটগাছ ভেঙে নারীর মৃত্যু
ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধান বিমানবন্দর বন্ধ
মালদ্বীপে ইন্টারন্যাশনাল আইকোনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার কামরুল ইসলাম
২০০ বছরেও খোলা হয়নি রহস্যময় সিন্ধুকের কপাট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা