নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা আসবে না: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২৫, ২১:৩৩
অ- অ+

নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্বৈরাচারের দোসররা ও ষড়যন্ত্রকারীরা বসে আছে। তারা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায় না। দেশের বিরুদ্ধে এ ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় আমাদের সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

সোমবার দিনব্যাপী ঢাকা মহানগর উত্তর পল্লবী থানার ৫টি স্পটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ ও রুপনগর আবাসিক জনকল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আমিনুল হক বলেন, গণতান্ত্রিক সরকার ছাড়া মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে না। গণতন্ত্র ছাড়া দেশের উন্নয়ন হয় না। এই সরকারের (অন্তর্বর্তী সরকার) উচিত গণতন্ত্র ও সংস্কারকে চলমান রেখে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। কারণ নির্বাচন ছাড়া দেশে স্থিতিশীলতা ফিরবে না।

তিনি বলেন, আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি কিন্তু পরিপূর্ণ ভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি। দেশে যেন একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হতে পারে এজন্য স্বৈরাচাররা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। গত দেড় যুগ ধরে এদেশের মানুষ ভোট দিতে পারেনি।মানুষ ভোট দিতে চায়। কিন্তু ষড়যন্ত্রকারীরা ও স্বৈরাচারের দোসররা এই অন্তর্বর্তী সরকারের ভেতরে ঢুকে তাদেরকে নির্বাচন না দেওয়ার জন্য বুদ্ধি ও পরামর্শ দিচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, আমরা চাই এই অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের ভিতরে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে এবং সেই নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

জনগণের এই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি ভোটের জন্য রাজনীতি করে না। জনগণের জন্য দায়বদ্ধতা নিয়েই বিএনপি জনগণের পাশে থেকে রাজনীতি করে। কারণ বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। সেই জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি একটি সুন্দর সমাজ ও একটি সুন্দর সমৃদ্ধশালী মানবিক বাংলাদেশ গড়তে চায়।

রুপনগর আবাসিক জনকল্যাণ সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে জনকল্যাণ সমিতির সভাপতি বিএনপি নেতা বিশিষ্ট সমাজসেবক মো. শাহ আলম মোল্লার সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মো. সায়েমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- বিএনপি নির্বাহী কমিটি সদস্য মুন্সি বজলুল বাসিত আন্জু, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, রুপনগর থানা বিএনপি আহবায়ক জহিরুল হক, রুপনগর থানা ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম মামুন, বিএনপি নেতা ফিরোজুল আলম, সাবেক যুবদলের নেতা সমশের আলী জিয়া, ওয়ার্ড সাধারণ সম্পাদক খোকন মাদবর, সাবেক ওয়ার্ড সভাপতি খান মুরাদ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম, সহসভাপতি ফুতুন মিয়া, রুপনগর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নাঈম হোসেন, রুপনগর থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সাজেদুল আলম টুটুল, ছাত্রদল রুপনগর থানার সাধারণ সম্পাদক কাওসার মল্লিক প্রমুখ।

(ঢাকাটাইমস/২৪মার্চ/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যে কারণে ৩৬ রিয়েল এস্টেট কোম্পানির নিবন্ধন বাতিল করল সরকার
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: বিপিডিবি চেয়ারম্যান
উত্তরা, আগারগাঁও, কচুক্ষেতে জোরপূর্বক গুমের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা
বৈষম্যবিরোধীরা রক্ষীবাহিনী মতো আচরণ করছে: ছাত্রদল সম্পাদক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা