আগের চেয়ে সুস্থ আছেন তামিম, হাঁটারও চেষ্টা করছেন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০২৫, ১৩:১২| আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১৩:৪৩
অ- অ+

তামিম ইকবাল এখন কেমন আছেন? এই মুহূর্তে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এটিই সবচেয়ে আলোচিত প্রশ্ন। ডিপিএলের ম্যাচ খেলতে নেমে হঠাৎ হার্ট অ্যাটাকের শিকার হন তামিম। এরপর তার হার্টে রিং পরানো হয়। বর্তমানে স্থিতিশীল রয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তবে এখনও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি।

জানা গেছে, এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছেন তামিম। এদিকে তামিম ইকবালের সবশেষ অবস্থা সম্পর্কে স্বস্তির খবর মিলেছে। জানা গেছে, তামিমের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। ডাক্তারকে তিনি জানিয়েছেন, আগের চেয়ে ভালো অনুভব করছেন তিনি। তাতে তামিমকে নিয়ে থাকা শঙ্কাও ধীরে ধীরে কমছে।

সিসিইউতেই এখন কিছুটা হাঁটার চেষ্টাও করছেন দেশসেরা এই ওপেনার। বর্তমানে তাকে কিছু সময়ের জন্য কেবিনে নিয়ে যাওয়া হয়েছে। এরপর আবার নিবিড় পরিচর্যা কেন্দ্রে ফিরিয়ে নেওয়া হবে।

তামিম এখন অনেকটা সুস্থ হলেও এখনই অন্য হাসপাতালে তাকে না নেয়ার পরামর্শ দিয়েছেন কেপিজি হাসপাতালের চিকিৎসকরা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, মাঠে ফিরতে অন্তত আরও ৩ মাস সময় লাগতে পারে তামিমের।

সোমবার (২৪ মার্চ) বিকেএসপির ৩ নম্বর মাঠে ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমে মাঠেই হার্ট অ্যাটাক করেন তামিম। অবস্থা গুরুতর হওয়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার আগে তামিমকে নিতে হেলিকপ্টারও আনা হয়েছিল। কিন্তু পরিস্থিতি ভালো না হওয়ায় পাশে থাকা ফজিলাতুন্নেসা হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয় তাকে। এরপর ওই হাসপাতালেই এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) পরানো হয় তামিমের।

তামিমের গুরুতর অবস্থায় দ্রুততার সঙ্গে স্টেন্টিংয়ের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এ সিদ্ধান্ত গ্রহণের কারণেই বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছেন তামিম। স্টেন্ট বসানোর পর এখন অনেকটা সুস্থ আছেন এবং পর্যবেক্ষণে রয়েছেন। চোখ খুলেছেন এবং পরিবারের সঙ্গে কথা বলেছেন। জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে তামিমের কিছু পরীক্ষা করানো হবে। সবকিছু ঠিক থাকলে সন্ধ্যা বা রাতে বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে শিফট করানো হবে। যদিও সেটি তার শরীরের কন্ডিশনের ওপর নির্ভর করবে বলেও জানা গেছে।

এদিকে মাঠ থেকে তামিমের হার্ট অ্যাটাকের খবরে গতকাল থেকেই উদ্বিগ্ন হয়ে পড়ে পুরো ক্রীড়াঙ্গন। জাতীয় দলের সতীর্থ থেকে শুরু করে বিদেশি অনেকেই তার সুস্থতায় সবার দোয়া চেয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও তামিমের স্বাস্থের খোঁজখবর নিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) তাদের জরুরি বোর্ড সভা স্থর্গিত করে দিয়ে তামিমের পাশে এসে দাঁড়িয়েছে।

(ঢাকাটাইমস/২৫ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুবাইয়ে বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবসের জমকালো আয়োজন
মোবাইল অপারেটরদের রোমিং বিল টাকায় গ্রহণের অনুমতি বাংলাদেশ ব্যাংকের
বদিসহ সেন্টমার্টিনের ১৯ হোটেল মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
অবৈধ অভিবাসন রোধ ও পুলিশের সামর্থ্য বাড়াতে সহযোগিতা করবে ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা