পাবনায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে জিয়াকে স্বাধীনতার ঘোষক বলায় হট্টগোল

পাবনা প্রতিনিধি
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২৫, ১০:০৮| আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১১:৪০
অ- অ+

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পাবনায় জেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোলের ঘটনা ঘটেছে। স্থানীয় এক বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদে ও ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে মুক্তিযোদ্ধারা এই হট্টগোল বাধান। পরে জেলা প্রশাসন দ্রুত অনুষ্ঠান শেষ করতে বাধ্য হয়।

স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার বিকালে শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকাল ৩টা থেকে সংবর্ধনা অনুষ্ঠানটি শুরু হয়। প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে শুরু হয় বক্তব্য পর্ব।

এ পর্বে জেলা বিএনপির সদস্য সচিব আইনজীবী মাসুদ খন্দকার বক্তব্য শুরু করেন। বক্তব্যের এক পর্যায়ে বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মহান ‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন’-এমন কথা বলায় মুক্তিযোদ্ধাদের একটি অংশ উত্তেজিত হতে শুরু করেন। তারা ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে হট্টগোল করতে থাকেন। একই সঙ্গে ভুয়া ভুয়া বলে প্রতিবাদ করেন।

হট্টগোল চলতে থাকলে বিএনপি নেতা মাসুদ খন্দকার মঞ্চ থেকে নেমে দর্শক আসনের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা যেখানে বসে ছিলেন সেখানে এসে বসেন। এসময় আমন্ত্রিত মুক্তিযোদ্ধারা শান্ত হন। পরে জেলা প্রশাসন দ্রুত অনুষ্ঠানের কার্যক্রম শেষ করে দেন।

তবে এ বিষয়ে পাবনা জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম বলেন, “তেমন কিছু হয়নি। একজন রাজনৈতিক নেতার বক্তব্য দেওয়ার সময় তার নিজস্ব মতামত প্রকাশ করেছেন। এসময় অপর একজন শ্রোতা সেই বক্তব্যের প্রতিবাদ করেছেন। এর পরে অনুষ্ঠান স্বাভাবিকভাবে চলেছে।”

(ঢাকাটাইমস/২৭মার্চ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে অপসারণ
রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
সিন্ধু নদীতে আমাদের পানি অথবা তোমাদের রক্ত প্রবাহিত হবে, ভারতকে বিলাওয়াল
মাইন্ডফুলনেস থেরাপি দূর করে হাজারো রোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা