ঈদে ৯ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর

পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, ২৯ মার্চ (শনিবার) থেকে ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। ২৮ মার্চ (শুক্রবার) বিকাল থেকেই ভারতের ঘোজাডাঙা স্থলবন্দর ও ভোমরা স্থলবন্দরে এ কার্যক্রম বন্ধ হয়ে যাবে। ঈদের ছুটিতে ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ এলাকায় চলে যাবেন, ফলে এই সময়ে বন্দরে কার্যক্রম স্থগিত থাকবে। তবে, ছুটি শেষে ৬ এপ্রিল (রবিবার) থেকে পুনরায় বন্দরের কার্যক্রম শুরু হবে।
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম ব্যস্ত এই বন্দর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডাঙা স্থলবন্দরের সঙ্গে সংযুক্ত হয়ে প্রতিদিন গড়ে ৩৫০ থেকে ৪০০ ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হয়। দেশের বাজারে সরবরাহকৃত পণ্যের একটি বড় অংশই আসে এ বন্দর দিয়ে বিশেষ করে কাঁচামাল, খাদ্যপণ্য, পেঁয়াজ, চাল, ফলমূল, কয়লা, মশলা ও বিভিন্ন নির্মাণ সামগ্রী। কলকাতা থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরত্ব হওয়ায় আমদানিকারকদের কাছে ভোমরা বন্দর বেশ জনপ্রিয়।
এদিকে, ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ওসি তুফান দুলাল মণ্ডল জানিয়েছেন, বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। একই সঙ্গে বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি থাকবে বলে জানিয়েছেন বন্দরের উপ-পরিচালক হুমায়ুন কবির। তিনি বলেন, ‘ঈদের ছুটিতে বন্দরের নিরাপত্তা জোরদার থাকবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।’ (ঢাকা টাইমস/২৭মার্চ/এসএ)

মন্তব্য করুন