স্মৃতিময় এসএসসি পরীক্ষা

আজ লাবিবাদের এসএসসি পরীক্ষা শুরু। আমরা যারা জিপিএ চালু হওয়ার আগের জমানার মানুষ, আমাদের শিক্ষাজীবনে প্রথম পাবলিক পরীক্ষা ছিল এসএসসি। স্বাভাবিকভাবেই এই পরীক্ষা নিয়ে আমাদের ভয় আর উৎকন্ঠা যেমন ছিল চরম মাত্রার, তেমনি আশানুরূপ রেজাল্ট করার উদগ্র বাসনাও ছিল সীমাহীন।
১৯৯২ সাল। এসএসসি পরীক্ষা তখন আমাদের জীবনের একটি বড় অধ্যায়। সেই সময়ের প্রস্তুতি যেন এক বিশেষ ধাপ, যেখানে পড়াশোনা, দোয়া প্রার্থনা এবং জীবনের সাধারণ বিনোদন এক নতুন ছকে বাঁধা পড়ত। আমার কন্যার বয়সী আজকে যারা পরীক্ষা দিচ্ছে , তাদের আবেগ কিংবা উৎকন্ঠা হয়ত আমাদের মত সেই পর্যায়ে যাবে না, তবুও এই পরীক্ষা তাদের একাডেমিক অর্জনের খাতায় প্রথম নতুন পালক যোগ করবে।
হাই স্কুলের প্রধান শিক্ষক বাবার সন্তান হিসাবে আমরা চার ভাইবোন। আমার বড় বোনের এসএসসি পরীক্ষা দেওয়ার দিনগুলোর ঘ্রাণ আমি আজও পাই। মনে পড়ে, আশপাশের বাড়ী আর স্কুলের পরীক্ষার্থী সিনিয়র ভাইবোনদের হঠাৎ সমীহ জাগানো চেহারার উদয় হতো স্কুলগুলোতে। আমরা জানতাম, তারা পরীক্ষার্থী, কেমন যেন একটা শ্রদ্ধা আর সম্মান সম্মান ভাব চলে আসতো। ৯০ দশকে সাধারণত ফেব্রুয়ারি-মার্চ মাসে পরীক্ষা হতো।
ফেব্রুয়ারি থেকে আমের বোলে পাগল করা ঘ্রাণ তখন বাতাসে। সর্বত্র যেন প্রশান্তির দিনগুলো বেশ উজ্জ্বল ঝকঝকে। আমাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট হয়ে যেত নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতেই। তারপর আর স্কুলে যাওয়া নেই। ১০ বছর স্কুল জীবনশেষে প্রি-টেস্ট ও টেস্ট পরীক্ষা দিয়ে সদ্য কৈশোরোত্তীর্ণ আমরা পরীক্ষার্থীরা এসএসসি ক্যান্ডিডেট নামেই পরিচিত থাকতাম বাসায়, স্কুলে, পাড়ায়। আড়াই-তিন মাসের জন্য ঢুকে যেতাম বাড়ীতে। পাড়ার মাঠে যারা ফুটবল খেলত দিনমান, গার্লস স্কুলের সামনে নায়ক কচিত তো ফনিক্স সাইকেল নিয়ে ঘোরাঘুরি করত যারা স্কুল কামাই করে, কিংবা যারা দুই বিনুনি বেঁধে রোজ স্কুল যেত সকাল-বিকেল, তারা সবাই তখন ‘ক্যান্ডিডেট’।
যারা সারা বছর পড়েনি, তারা পড়তে শুরু করত, রুটিন মেনে, টেস্টপেপার সলভ করে। আর যারা সারা বছর পড়েছে, তারা স্টার পাওয়ার জন্য, কেউ কেউ বোের্ড স্ট্যান্ড করার আশায় দিন-রাত উজাড় করে দিত এই তিন মাস। আমাদের ক্লাসের শফিক এখন এল জি ইডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সবচেয়ে বেশি পড়ুয়া। আমার শিক্ষক বাবা সারাক্ষণ ওকে নিয়ে আমাকে কম্পারিজন করত, বলতো তুমি তো কিছুই পড়ো না, দেখে এলাম শফিক স্কুল থেকে গিয়েই পড়া শুরু করেছে! আরেকজন লতিফ খুব বেশি পড়ুয়া না কিন্তু মেধার দিক দিয়ে আমরা তার ধারে কাছেও না! ক্লাসের রানু শামস রুহুল ফারুক বাবলু সবাই ছিল একেক জন অলরাউন্ডার। ক্লাসে এই সব জিনিয়াস ব্রিলিয়ান্টের ভিড়ে আমি সব সময় টক্কর খেতাম।
এসএসসি পরীক্ষার সময় আমার মা নামাজ শেষে প্রতিনিয়ত আমার শরীরে দোয়া কালাম পরে ফু দিত! আম্মা গতকালও আমাকে ফোন করে লাবিবার জন্যও সেই আমল বলে দিল, স্পেশাল কিছু খাবারের কথাও মনে করিয়ে দেয়। মা-বাবারা আসলে এরকমই! আগে বুঝতে পারতাম না! আমার মেয়ের এই প্রথম পাবলিক পরীক্ষা দেয়ার উত্তেজনা অনেক বেশি ফিল করতেছিলাম। আমাদের এসএসসি পরীক্ষাকে ঘিরে জীবনের লক্ষ্য ছিল একটাই—ভালোভাবে প্রস্তুতি নেওয়া। আমাদের সময়ে পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য প্রযুক্তির বাড়াবাড়ি কোনো বাঁধা ছিল না। বিনোদনের সীমাবদ্ধতাই হয়তো আমাদের পড়ালেখায় আরও মনোযোগী করেছিল।
আর এখনকার প্রজন্ম! যুগ পাল্টেছে, বদলেছে শিক্ষা ব্যবস্থাও। এখনকার বেশিরভাগ ছেলেমেয়েরা স্মার্টফোনে ডুবে থাকে। পরীক্ষার আগের রাতেও ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়ায় স্টোরি দেওয়া কিংবা মজার পোস্ট করায় ব্যস্ত থাকে। পড়াশোনা যেন আর প্রথম অগ্রাধিকার নয়। অভিভাবকরাও এখন সন্তানদের শিক্ষার পেছনে বিপুল অর্থ ব্যয় করলেও প্রযুক্তির প্রতি তাদের এই আসক্তি আটকাতে হিমশিম খান।
স্পষ্ট মনে পড়ে আমার এসএসসির দিনগুলোয় আমাদের মা-বাবা সামর্থ অনুযায়ী স্পেশাল খাবারের সাথে একটু দুধ, কলা, বিকেলে ডিম, হরলিকস যোগ করতেন। বিশ্রাম আর যত্নে, নিয়ম করে পড়ার মধ্য দিয়ে আমাদের চেহারা আড়াই-তিন মাসে খানিকটা বদলে যেত। দেখলেই কেমন যেন সবাই সমীহ জাগাত। পাড়ার অনুষ্ঠান বা যেকোনো উৎসব-মাহফিলে খেয়াল করা হতো আশপাশের বাড়িঘরে কেউ ক্যান্ডিডেট আছে কি না। থাকলে মাইকের শব্দ একটু কমিয়ে দিত। সবাই জানত, কোন বাড়িতে কারা পরীক্ষা দিচ্ছে, কে কেমন রেজাল্ট করবে, সে বিষয়েও থাকত একধরনের প্রত্যাশা। সেই প্রত্যাশা মা-বাবা-পরিবার ছাড়িয়ে পাড়া-মহল্লা-স্কুলেও থাকত।
আমাদের স্কুলের পরীক্ষা কেন্দ্র ছিল জামালপুর শহরের সরকারি আশেক মাহমুদ কলেজে। আমার আপার তখন কেবল বিয়ে হয়েছে, দুলাভাই জিয়াউর রহমান কলেজের প্রভাষক। দুলাভাইয়ের ছোট ভাই আকরাম আমার অন্যতম প্রতিদ্বন্দ্বী, সে জামালপুর জিলা স্কুলের পরীক্ষার্থী। ওর পড়ার ধরন দেখে আমি তো বেহুশ হয়ে যেতাম। একদিকে আমাদের স্কুলে শফিক লতিফ রানুদের ট্যালেন্সির ভিড় আর অন্য দিকে দুলাভাইয়ের ছোট ভাইয়ের দিন রাত পড়াশোনার মহড়া! তখন মনে হতো বোন দুলাভাই আব্বা-আম্মা সকলের মুরুব্বিয়ানা আদেশ-উপদেশের মাঝে আমার এসএসসির দিনগুলো কি বিবর্ণ!
পরীক্ষার দু-এক দিন আগে আশপাশের বাড়ির মুরব্বিরা এসে খোঁজ নিতেন, আমি যেদিন আমাদের বাড়ি থেকে এসএসসি পরীক্ষার জন্য ৩০ কিলোমিটার দূরে শহরে যাই আমাদের পাড়ার প্রত্যেক বাড়িতে আমি গিয়েছি দোয়া নিতে। ১৯৯২ সালের ৭ ই এপ্রিল আমাদের পরীক্ষা শুরু হয়। স্পষ্ট মনে পড়ে পরীক্ষার দিনে তেল-জবজবে মাথায় পানি ঢেলে, পবিত্র চেহারায় পরীক্ষা দিতে যাই । শহরের সবাই জানতেন এসএসসি পরীক্ষার দিন সেদিন। পরীক্ষা শেষে আমাদের কেউ পরীক্ষার হল থেকে আগেই বের হলে হুমড়ি খেয়ে পড়তেন অন্য পরীক্ষার্থীদের অপেক্ষমাণ অভিভাবকেরা।
আমার পরীক্ষা শেষ হলে আমি দেখতাম দুলাভাই তার সিডিআই নিয়ে ঠাঁই দাঁড়িয়ে থাকতো আর হাসিমুখে জিজ্ঞাসা করতো কেমন হলো। নিশ্চিত হতে চাইতেন পরীক্ষায় প্রশ্ন কমন পড়েছে তো! পরীক্ষা শেষে হল থেকে দুলাভাইয়ের বাসায় পৌঁছানো পর্যন্ত কতজন যে জিজ্ঞস করতেন পরীক্ষা কেমন হলো, প্রশ্ন সব কমন পড়ল কি না, বিশেষ করে বাংলা-ইংরেজি পরীক্ষায় রচনা কমন পড়ল কি না, অঙ্ক পরীক্ষার দিনে লেটার উঠবে কি না—এমন সব প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা ঘরে ফিরতাম। তখনকার দিনে এসএসসি পরীক্ষা ছিল সত্যিকারেরভাবে পরীক্ষার্থীদের ঘিরে এক উৎসব। সেই উৎসবের ঘ্রাণ ছড়ানো থাকত অজপাড়া গা থেকে শহর জুড়ে সর্বত্রই। এই এসএসসি পরীক্ষার মধ্য দিয়েই আমরা কিশোর-কিশোরীরা যেন বড় হয়ে উঠতাম।
আমাদের স্কুলের এসএসসির রেজাল্ট দেখে আশেপাশের সকল স্কুলের শিক্ষার্থী অভিভাবক মানুষজন থ বনে যায়। জামালপুরের এক অখ্যাত অজপাড়া গায়ের ভারুয়াখালীর স্কুলের ছাত্ররা কিভাবে এমন দেশসেরা রেজাল্ট করলো! চারদিকে পুরোপুরি হৈচৈ লেগে যায়! আমরা বুঝে ওঠার আগেই অনেক দূর দূরান্ত আশেপাশের ইউনিয়ন থেকে লোকজন আমাদের দেখতে আসে।
আমরা বুঝতে পারতেছিলাম আমরা গুরুত্ব পেতে শুরু করি। আসলে বড় হয়ে ওঠার দিনগুলোর স্বীকৃতি থাকত এই পরীক্ষা ঘিরে। আমার মনে হয়, পরিণত বয়সে সব মানুষই চোখ বুজলে দেখেন তাঁদের জীবনের অবশ্যম্ভাবী স্মৃতি সেসব পরীক্ষা-দিনের রং।
১৯৯২ সালের স্মৃতি আজও জীবন্ত। সে সময়ের প্রতিটি দিন, প্রতিটি রাত, টানা পড়ার টেবিলের লড়াই, আর বিদ্যুতবিহীন হারিকেন কুপি বাতির আলোতে পড়ার অভিজ্ঞতা যেন এখনো হৃদয়ে গেঁথে আছে। আর বর্তমান প্রজন্মকে দেখে এই শিক্ষা নেওয়া যায়—পরিবর্তন জরুরি, তবে সেটা ইতিবাচক হতে হবে।
লাবিবাদের জীবনেও তৈরি হোক এমন সব স্মৃতি, যা একদিন ফিরে তাকিয়ে দেখতে গর্ব বোধ করবে। শুভকামনা তোমাদের সব নতুন পরীক্ষার্থীদের জন্য।
লেখক: পুলিশ কর্মকর্তা

মন্তব্য করুন