কুমিল্লায় শিল্প-সংস্কৃতি আর ঐতিহ্যের মেলবন্ধনে পহেলা বৈশাখ উদযাপন

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২৫, ১৬:৫০| আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১৭:৪৯
অ- অ+

সুখ, শান্তি সফলতায় ভরে উঠুক জীবনের প্রতিটি অধ্যায়- এই স্লোগান সামনে রেখে কুমিল্লায় জাঁকজমকভাবে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা।

সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে এই আনন্দ শোভাযাত্রা শুরু হয়। কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বৈশাখী শোভাযাত্রায় পোস্টার, ফেস্টুন, ব্যানারসহ বর্ণাঢ্য সাজে বৈশাখী শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন সাংস্কৃতিক সাহিত্য সংগঠনের কর্মীরা।

শোভাযাত্রা উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। শোভাযাত্রার জন্য বানানো হয় বিশাল আকারের প্ল্যাকার্ড, নানা শিল্পকর্ম। এর মধ্যে রয়েছে ইলিশ, হাতি, বাঘ, ঘোড়াসহ গ্রামবাংলার বিভিন্ন ঐতিহ্যের প্রতিকৃতি। ছাড়া সবার পোশাকে লেগেছে উৎসবের রং।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটার কুমিল্লা সরকারী কলেজের শিক্ষার্থীরা কুমিল্লা কলেজ থিয়েটারের কর্মীরা সেজেছে ভিন্ন রকম সাজে। কেউ রাজা-রানী, কেউবা বাংলার শেষ নবাবের সাজে, কেউ সাপুড়ে, কেউবা সন্ন্যাসীর সাজে। বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তুলতেই তাদের এই ব্যতিক্রমী আয়োজন বলে জানান সংগঠনগুলোর কর্মীরা।

ঢাক-ঢোলের তালে তালে শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পথে পথে শোভাযাত্রায় সাধারণ মানুষের ঢল নামে।

এর আগে সকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মাঠে পহেলা বৈশাখের অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার, পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ-সাংঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভূইয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর আহবায়ক মো. আবু রায়হান, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান, প্রশাসন আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সর্বস্তরের মানুষ।

উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে পহেলা বৈশাখ বাংলাদেশে পালিত হয়ে আসছে আদিকাল থেকেই। এই উৎসব সবার। সবাই সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই দিনটিকে আপন করে নেয়।

এছাড়াও, নববর্ষকে ঘিরে কুমিল্লা নগরীতে দিনব্যাপী নানা আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠনগুলো। কুমিল্লা নগরীতে যেন এক অন্যরকম উৎসবের আমেজ বয়ে যাচ্ছে।

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/মোআ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে: মির্জা ফখরুল 
ট্রেন মিস করলেন তাবিথ আউয়াল?
গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে বিএনপির শোকজ
আগারগাঁওয়ে অপহৃত চার কিশোরকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দিল সেনাবাহিনী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা