অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন

শোবিজ অঙ্গনের পরিচিত মুখ অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন।
মঙ্গলবার ভোর ৬টা ৪০ মিনিটে মৃত্যু হয়েছে তার।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক কাজল আরেফিন অমি।
পোস্টে অমি জানান, গুলশান আরা আহমেদ আজ সকাল ৬টা ৪০ মিনিটে ইন্তেকাল করেন।
অমি আরও লিখেছেন, “ব্যাচেলর পয়েন্টে তিনি কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন। আপনাকে আমরা মিস করবো আপা।”
উল্লেখ্য, ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে গুলশান আরার অভিষেক ঘটে।
(ঢাকাটাইমস/১৫এপ্রিল/এলএম/এফএ)

মন্তব্য করুন