আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে: হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২৫, ১৯:৪৫
অ- অ+

জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছি—অতি শিগগিরই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন।’

মঙ্গলবার সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এ পোস্টে এ কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।

পোস্টে তিনি লিখেছেন, ‘যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে ‘শিষ্টাচারবহির্ভূত’ বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন, তাদের সতর্ক করছি—অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন। না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি, আর আমি করব শিষ্টাচারবহির্ভূত আচরণ।’

তিনি আরও লিখেছেন, ‘আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না। সাবধান হয়ে যান।’

এদিকে মঙ্গলবার সকালে রাজধানীর বাড্ডায় মিছিল করে আওয়ামী লীগ, যেখানে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এরপরেই হাসনাত আব্দুল্লাহ এই পোস্ট দিলেন বলে মনে করা হচ্ছে।

একঘণ্টা আগে দেওয়া হাসনাত আব্দুল্লাহর পোস্টে প্রায় দেড়লাখ ফেসবুক ব্যবহারকারী লাইক দিয়েছেন। আর কমেন্টস করেছেন প্রায় ২০ হাজার ফেসবুক ব্যবহারকারী।

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল যুক্তরাজ্য
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক: এএসপি নাজমুস সাকিবের বিরুদ্ধে ধর্ষণ মামলা
৪৩তম বিসিএসে বাদ পড়া ১৬২ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি  
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ: মেধা তালিকায় নাম থাকলেও পদবঞ্চিত অনেকেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা