টাঙ্গাইলে ধানখেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ধানখেত থেকে আমিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্ব ঘোনারচালা এলাকার বাড়ির পাশের ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আমিনা বেগম উপজেলার পূর্ব ঘোনারচালা এলাকার প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, রাতে খাওয়া-দাওয়া শেষে আমিনা বেগম তার প্রবাসী স্বামীর সঙ্গে মুঠোফোনে কথা বলতে ঘরের বাইরে বের হন। বাচ্চাদের বলে যান তাদের চাচার বাড়ি গরু কোরবানির বিষয়ে কথা বলতে যাবেন। এরপর অনেক রাত হলেও ঘরে ফেরেননি তিনি। ফলে বাড়ির লোকজন মধ্যরাত থেকেই তাকে খোঁজাখুঁজি শুরু করে।
খোঁজাখুঁজির একপর্যায়ে আজ সকালে আমিনা বেগমের মরদেহ বাড়ির পাশে ধানখেতে দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
(ঢাকা টাইমস/১৭এপ্রিল/এসএ)

মন্তব্য করুন