প্রাইভেটকার চাপায় নিরাপত্তারক্ষীর মৃত্যু

শেষ রক্ষা হলো না, অবশেষে কারাগারে যেতে হলো সেই সজীবকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৫, ২১:২৩| আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১২:৫৩
অ- অ+

রাজধানীর বনানীতে প্রাইভেটকার চাপায় নিরাপত্তারক্ষী দীন মোহাম্মদ মৃত্যুর ঘটনায় জড়িত আসামি মেহেদী মালেক সজীবের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম‍্যাজিস্ট্রেট মো. ছানাউল্লাহ এই আদেশ দেন।

ডিএমপির গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) তারেক মাহমুদ ঢাকাটাইমসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘গোপনে এবং চালক পরিচয়ে মিথ্যা পরিচয় দিয়ে জামিন নেন মেহেদী মালেক সজীব। এই ঘটনায় সমালোচনা শুরু হলে আদালত আজ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।’

আসামিকে জিজ্ঞাসাবাদে পুলিশ রিমান্ড চাওয়া হবে কি না জানতে চাওয়া হলে ডিসি তারেক মাহমুদ বলেন, ‘ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে আগামী শনিবার রিমান্ড আবেদন করা হতে পারে।’

গত ৩০ মার্চ রাতে (চাঁদরাত) মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন মেহেদী মালেক সজীব। রাত সাড়ে ১১টার দিকে বনানীর প্রেসক্রিপশন পয়েন্ট ক্লিনিকের সামনের সড়কে তার প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ঘ-১৮-৬৫৩১) চাপায় গুরুতর আহত হন নিরাপত্তারক্ষী দীন মোহাম্মদ। পরের দিন (ঈদের দিন) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত দীন মোহাম্মদ ম্যাক্স সিকিউর লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী ছিলেন। এই ঘটনার পর সজীব আত্মগোপনে চলে যান। সেইসঙ্গে বাদীর পরিবারকে ম্যানেজ করার চেষ্টা চালিয়ে যান— যাতে মৃত্যুর ঘটনায় মামলা না হয়।

জানা গেছে, মেহেদী মালেক সজীব অভিজাত গুলশান ক্লাবের বোর্ড সদস‍্য। ঘটনার দিন ক্লাবে তার সঙ্গে একপক্ষের ঝগড়া হয়। এরপর তিনি সেখানে অতিরিক্ত মদপান করেন এবং গাড়ি নিয়ে ক্লাব থেকে বেরিয়ে যান। বন্ধু মহলে মেহেদী মালেক সজীব সাবেক স্পিকার আব্দুল মালেক উকিলের দৌহিত্র হিসেবে পরিচিত।

এদিকে ঘটনাটি নিয়ে প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেন। পরবর্তীতে এই ঘটনায় দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ৫ এপ্রিল দীন মোহাম্মদ মৃত্যুর ঘটনায় বনানী থানায় মামলা হয়। একইসঙ্গে আসামি যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন এজন্য আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়। পরে গুলশান বিভাগের ডিসি তারেক মাহমুদের নেতৃত্বে ঘাতক প্রাইভেট কারটি জব্দ করা হয়।

অন্যদিকে ১০ এপ্রিল মিথ্যা পরিচয়ে আদালত থেকে জামিন নেন মেহেদী মালেক সজীব। নিজেকে গাড়িচালক পরিচয় দিয়ে তিনি এই জামিন নেন।

বৃহস্পতিবার সাংবাদিক জুলকারনাইন এক পোস্টে লিখেছেন, ‘৩০ মার্চ নিরাপত্তারক্ষী দীন মোহাম্মদকে গাড়ি চাপা দিয়ে মেরে পালিয়ে যাওয়া, অতঃপর ১০ জন আইনজীবীসহ আদালতে ভুক্তভোগী পরিবারের সদস্যদের নিয়ে জামিন গ্রহণ করা মেহেদী মালেক সজীবের জামিন আজ বাতিল করা হয়েছে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম‍্যাজিস্ট্রেট মো. ছানাউল্লাহ জামিন বাতিল করে সজীবকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম‍্যাজিস্ট্রেট ছানাউল্লাহর এই দৃঢ় পদক্ষেপের জন‍্য আপনাকে অসংখ্য ধন‍্যবাদ। দীন মোহাম্মদকে গাড়ি চাপা দিয়ে হত‍্যাকারী মেহেদী মালেক সজীব যেন উপযুক্ত শাস্তি পায়, সেটাই কামনা করছি।’

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা