শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে ছিনতাই: মোটরসাইকেল-দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম, ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫)।
শুক্রবার সকালে গাজীপুরের পূবাইল থানা পুলিশের সহায়তায় কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।
শুক্রবার দুপুরে মিরপুর মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছুদুর রহমান।
তিনি জানান, বুধবার ভোরে ভিকটিম অংগ্যজাই মারমা (২৭) তার চাচাতো বোনের সঙ্গে শান্তি পরিবহনের বাস থেকে নেমে রিকশায় করে পশ্চিম শেওড়াপাড়ার বাসায় যাচ্ছিলেন। তাদের বহনকারী রিকশা মান্নান সরণির কাছে পৌঁছলে ইমরান খান সাকিব ও তার দুই সহযোগী মোটরসাইকেলে করে এসে ধারালো চাপাতি হাতে ভিকটিম ও তার চাচাতো বোনকে ভয় দেখায়। তারা জোরপূর্বক ভিকটিমের কাছ থেকে একটি মানিব্যাগ (যাতে নগদ ২ হাজার ৫০০ টাকা, তিনটি ক্রেডিট কার্ড, জাতীয় পরিচয়পত্র, মেট্রোকার্ড ও মূল্যবান কাগজপত্র ছিল) এবং তার চাচাতো বোনের গলার একটি রুপার চেইন ছিনতাই করে মোটরসাইকেলে পালিয়ে যায়।
ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মিরপুর মডেল থানা পুলিশের নজরে আসে। পুলিশ ভিকটিমের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনি সহায়তার আশ্বাস দেয়। এছাড়া অংগ্যজাই মারমার অভিযোগের ভিত্তিতে ১৭ এপ্রিল মিরপুর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়। এ মামলায় শুক্রবার সকালে গাজীপুরের পূবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইমরান খান সাকিব ওরফে শাকিলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ছিনতাইকাজে ব্যবহৃত মোটরসাইকেলটি ও ছিনতাই হওয়া নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে শাকিলের দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুর মডেল থানাধীন পূর্ব মনিপুরে বাবা হজুর মসজিদ সংলগ্ন সুন্দরবন ফার্নিচারের কারখানার ছাদ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।
মিরপুর বিভাগের ডিসি জানান, গ্রেপ্তারকৃত শাকিল একজন পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে মিরপুর মডেল থানাসহ ডিএমপির বিভিন্ন থানায় ছিনতাই, চুরি ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত শাকিলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এলএম/এমআর)

মন্তব্য করুন