গ্রেপ্তার কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম কারাগারে

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামি কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হককে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার (২২ এপ্রিল) তাকে আদালতের তোলা হয়েছিল। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন।
এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিবি) আ স ম শামসুল রহমান জানান, সোমবার দিবাগত রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগের একটি দল ওই কৃষক লীগ নেতাকে তার মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেপ্তার করে।
উপ-কমিশনার (ডিবি) জানান, মিরপুর মডেল থানায় হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামি নূরে আলম সিদ্দিকী হক। গ্রেপ্তারের পর তাকে মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন ঢাকাটাইমসকে জানান, মিরপুর থানায় দায়ের হওয়া হত্যা মামলায় নূরে আলম সিদ্দিকী হককে গ্রেপ্তার করা হয়। মামলা নম্বর ১৫। আজ তাকে আদালতে তোলা হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নূরে আলম সিদ্দিকী হক ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির সভাপতি এবং রাজবাড়ীর দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক ও প্রকাশক। গত নির্বাচনে রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। তার বাড়ি কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নে।
(ঢাকাটাইমস/২২এপ্রিল/এলএম/মোআ)

মন্তব্য করুন