মির্জাপুরে তালা দিয়েও রাখা যাচ্ছে না ডাস্টবিন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৫, ২১:০৭
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে তালা দিয়েও রক্ষা করা যাচ্ছে না ময়লা ফেলার ডাস্টবিন। পৌর এলাকার আবাসিক ঘর-বাড়ি থেকে ময়লা ফেলার জন্য বিভিন্ন স্থানে ৩০টি ডাস্টবিন স্থাপন করা হয়েছিল। এই ডাস্টবিনগুলো যাতে চুরি না হয় শেকল ও তালা দিয়ে রাখা হয়েছিল। কিন্ত তাতেও কোন লাভ হচ্ছে না। চোরের দল ডাস্টবিনগুলো চুরি করে নিয়ে যাচ্ছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই তথ্য জানান উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক মাসুদুর রহমান।

পৌর প্রশাসক জানান, গত সেপ্টেম্বর মাসে দুই লক্ষাধিক টাকা ব্যয়ে প্লাস্টিকের তৈরি ৩০টি ডাস্টবিন পৌর এলাকার বিভিন্ন স্থানে স্থাপন করা হয়। এর আগেও স্থাপিত ডাস্টবিনগুলো চুরি হয়। নতুন ডাস্টবিনগুলো যাতে খোয়া না যায় তার জন্য ৫ হাজার ৬০০ টাকা ব্যয়ে কেনা হয় শিকল ও তালা। ডাস্টবিনগুলো শিকল ও তালা দিয়ে আটকিয়ে রাখা হয়। এরপরও বিভিন্ন স্থানে ডাস্টবিনগুলো রক্ষা করা যাচ্ছে না। এরই মধ্যে অধিকাংশ ডাস্টবিন চুরি হয়ে গেছে। এতে পৌর বাসিন্দারা উন্মুক্ত স্থানে ময়লা আবর্জনা ফেলছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও পৌর প্রশাসক মাসুদুর রহমান ডাস্টবিনগুলো চুরি যাওয়ার তথ্য জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সভায় মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেনসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা