রূপনগরে রাস্তা দখল করে নির্মিত ৮টি গেইট গুঁড়িয়ে দিল ডিএনসিসি

রাজধানীর মিরপুর সেকশন-২ এর রূপনগর আবাসিক এলাকার বিভিন্ন রোডে অবৈধভাবে নির্মিত গেইটসমূহ উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। অভিযানে মোট ৮টি গেইট গুঁড়িয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে রূপনগরে এ অভিযান পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম।
অভিযানে গেইট ভাঙার পাশাপাশি ফুটপাত ও রাস্তার প্রায় শতাধিক অবৈধ দোকান ও হকার উচ্ছেদ করে প্রায় এক কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়। ফুটপাত দখল করে দোকান পরিচালনা করায় একটি ফার্নিচারের দোকান ও একটি খাবারের দোকান মালিককে ৩ হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে সাংবাদিকদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, ‘জনগণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে রাস্তা ও ফুটপাতের অবৈধ যেকোনো স্থাপনা উচ্ছেদ অভিযান ডিএনসিসির নিয়মিত কার্যক্রম। এটি চলমান আছে।’
তিনি আরও বলেন, ‘এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে তাদের চলাচলে স্বস্তি ফিরিয়ে আনতে রাস্তায় অবৈধভাবে নির্মিত গেইটগুলো আমরা ভেঙে দিয়েছি। এই গেইটগুলো বিনা অনুমতিতে লাগানো হয়েছে, যার ফলে জনগণের ভোগান্তি সৃষ্টি হয়েছে। অন্যান্য সকল রাস্তার অবৈধ গেইটগুলো অপসারণে আমাদের অভিযান চলমান থাকবে।’
(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এলএম/এমআর)

মন্তব্য করুন