জিয়াউল আহসানের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

বহিষ্কৃত সেনা কর্মকর্তা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল জিয়াউল আহসানের ১৫ কোটি ৭৭ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তার নামে ৯টি ব্যাংক হিসাবে থাকা ১ কোটি ২৮ লাখ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি জানান, জব্দ ফ্ল্যাট ও বাড়ির মধ্যে মিরপুর ডিওএইচএসের এক হাজার ৪৬০ ও ২ হাজার ১১০ বর্গফুটের ফ্ল্যাট, ২ হাজার ৬০০ বর্গফুটের উত্তরার ফ্ল্যাট, বরিশালের কোতোয়ালি থানার পৈত্রিক সম্পত্তিতে নির্মিত আট তলা নতুন বাড়ি, একই জেলার সদর থানায় বাগানবাড়ি, পুকুরসহ বাড়ি ও এক হাজার ২৭০ বর্গফুটের একতলা পুরাতন বাড়ি, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮ শতাংশ জমিতে নির্মিত আট তলা ভবন রয়েছে।
আবেদনে বলা হয়েছে, মেজর জেনারেল জিয়াউল আহসান (বরখাস্ত) স্থাবর সম্পদ বিক্রয় ও ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তর করার পরিকল্পনা করছেন।
মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে স্থাবর সম্পত্তিগুলো ক্রোক ও অস্থাবর সম্পত্তিগুলো অবরুদ্ধ করা প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এমআর)

মন্তব্য করুন