সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ২৩ মে ২০২৫, ১২:৩৭
অ- অ+

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ওয়াহিদ আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলার দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নে হাজীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার হাজীনগর গ্রামের সাহেব আলীর ছেলে হাবিব ও প্রতিবেশী ওয়াহিদ আলীর নাতি ইকবাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশে পুকুর ঘাটে হাত মুখ ধোয়ার জন্য যায়। এ সময় ঘাট থেকে হাবিবের জুতা চুরি হয়ে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে রাত ১০টার দিকে হাবিব ও ইকবালের অভিভাবকদের মধ্যেও কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ওয়াহিদ আলী ঘটনাস্থলেই নিহত হন। এসময় সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ১০ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় নিহতের পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, রাতেই মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার সাথে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

(ঢাকা টাইমস/২৩মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিভাজনের ঊর্ধ্বে উঠে সকলকে দায়িত্বশীল ও সতর্ক আচরণ করতে হবে: চরমোনাই পীর
পদত্যাগ নাটক বন্ধ করে নির্বাচনী তফসিল ঘোষণা করুন: কাজী মামুন
উত্তরায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার
বিএনপি ক্ষমতায় এলে জুলাই শহীদ-আহতদের দায়িত্ব রাষ্ট্র নেবে: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা