নাটোরে ১৬ টন সরকারি চাল জব্দ 

নাটোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২৫, ১৭:১৭
অ- অ+

নাটোরের সিংড়া থেকে ১৬ টন সরকারি চাল জব্দ করেছে সেনাবাহিনীর টহল টিম। বৃহস্পতিবার বিকালে জব্দকৃত চাল সিংড়া থানায় হস্তান্তর করা হয়।

এর আগে বুধবার রাতে উপজেলার হাট এলাকা থেকে খাদ্য অধিদপ্তর লেখা যুক্ত দুই ট্রলি চাল জব্দ করা হয়।

সেনাবাহিনীর সিংড়া ক্যাম্প সূত্র জানায়, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দকৃত চাল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের কাছে এলাকাভিত্তিক পাঠানো হয়। শ্রমিকদের কাজের বিনিময়ে নির্দিষ্ট পরিমান চাল দেয়া হয়। নিয়ম অনুযায়ী কাবিখার চাল বিক্রি করলে সরকারি বস্তা পরিবর্তন করে দরপত্রের মাধ্যমে করতে হয়। কিন্তু সেই নিয়ম না মেনে কলম ইউনিয়নের প্যানেল মেম্বার হারুনুর রশিদ, ইটালি ইউনিয়নের মোকলেসুর রহমান, চৌগ্রাম ইউনিয়নের মোজাফফর রহমান, রামানন্দ খাজুরা ইউনিয়নের রেবেকা বেগম সরকারি চাল রাজু এবং বাবু নামক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। যা পরবর্তীতে রাতের আঁধারে দুটি ট্রলিযোগে পরিবহনের সময় সেনাবাহিনীর সদস্যরা জব্দ করে। পরে সেনাসদস্যরা চাল বিক্রির বৈধ কাগজপত্র দেখতে চাইলে জনপ্রতিনিধিরা তা দেখাতে ব্যর্থ হন।

চালের ক্রেতা বাবু কমিশনার জানান, তিনি জনপ্রতিনিধিদের কাছ থেকে নিয়ম কানুন মেনেই চাল কিনেছেন। তার কাছে চাল কেনার বৈধ কাগজপত্র রয়েছে।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম জানান, চাল জব্দ বিষয়ে তিনি অবগত নন। এ বিষয়ে জনপ্রতিনিধি বা সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে কিছু জানানো হয়নি।

(ঢাকা টাইমস/২৩মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অন্যের বাগানের আম চুরি করল ইউনাইটেড গ্রুপের মালিকরা, থানায় মামলা, গ্রেপ্তার ১
প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক শনিবার
বিএনপি শুধু নির্বাচন নিয়ে কথা বললে বাংলাদেশ আশাহত হয়: সারজিস আলম
দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান আজ অস্থিতিশীল অবস্থায় রয়েছে: আমিনুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা