ইসরায়েলি হামলা: গাজায় ২৪ ঘণ্টায় নিহত আরও ৮১ ফিলিস্তিনি

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ মে ২০২৫, ০৭:৫৮
অ- অ+

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫৩ জন গাজার প্রধান শহর গাজা সিটির বাসিন্দা। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১৬৯ জন। খবর আলজাজিরার।

সোমবার (২৭ মে) সন্ধ্যা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান অভিযানে এসব হতাহত ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছে মোট তিন হাজার ৮২২ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও প্রায় ১১ হাজার।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর গত দেড় বছরে এই উপত্যকায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৯৭৭ এবং আহত ১ লাখ ২২ হাজার ৯৬৬ জন। হতাহমের মধ্যে ৫৬ শতাংশ নারী ও শিশু।

ওই বছরের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় হামাস। এতে এক হাজার ২০০ জন নিহত হয়। ধরে নিয়ে যায় ২৫১ জনকে। ওই দিন রাতেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী।

১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। কিন্তু দুই মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে তারা।

(ঢাকাটাইমস/২৭মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চক্ষু বিজ্ঞান হাসপাতালের নার্স-কর্মচারীদের কর্মবিরতিতে হামলার অভিযোগ, দুর্ভোগে রোগীরা
নতুন কৌশলে লিচু এখন বিক্রি হচ্ছে কেজি দরে
লালমনিরহাট সীমান্তে ৩৮ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
এবার বুবলীর নায়ক সজল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা