টেকনাফে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবা ও আইস জব্দ

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২৫, ১৪:০১| আপডেট : ২৮ মে ২০২৫, ১৪:১৯
অ- অ+

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে প্রায় ১২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ইয়াবা, ইয়াবা তৈরির কাঁচামাল এবং ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে।

বুধবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতরাত ২টা ৩০ মিনিটে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এবং র‍্যাব-১৫ (সিপিসি-১) এর একটি যৌথ দল টেকনাফের মহেশখালীয়া পাড়া মেরিন ড্রাইভের পূর্ব পার্শ্বে হ্যাচারি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে র‍্যাবের ডগ স্কোয়াডের সহায়তায় জঙ্গলের ভেতরে অভিনব কায়দায় লুকানো একটি হালকা হলুদ রঙের বস্তা শনাক্ত করা হয়।

পরে বস্তাটি তল্লাশি করে পাওয়া যায় ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা, ১ কেজি ইয়াবা তৈরির কাঁচামাল (পাউডার) এবং ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস)। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ কোটি ৫০ লাখ টাকা বলে জানা গেছে।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত মাদকদ্রব্যের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ প্রসঙ্গে লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে মাদক পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান কার্যকর ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকা টাইমস/২৮মে/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রংপুরে জিএম কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুর 
ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব: তারেক রহমান
ভারতের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ হাইকমিশনারের পরিচয়পত্র পেশ 
বাংলাদেশ লেবার পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা