ভৈরবে ৫ বছরের শিশুকে বলাৎকারের ঘটনায় এক কিশোর গ্রেপ্তার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২৫, ১২:৪৩| আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ১২:৪৯
অ- অ+
ছবিতে পুলিশের সঙ্গে গ্রেপ্তারকৃত কিশোর দিয়ান

কিশোরগঞ্জের ভৈরবে ৫ বছরের এক শিশুকে বলাৎকারের ঘটনায় হওয়া মামলায় দিয়ান (১৫) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে চন্ডিবের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দিয়ান শহরের পুলতাকান্দা এলাকার কারুন মিয়ার ছেলে।

এর আগে ঈদের দিন সোমবার রাতে শহরের নদীরপাড় সংলগ্ন মুশকিল্লাহাটি এলাকায় বলাৎকারের ঘটনাটি ঘটে। শিশুটির বাসা একই এলাকায়। বাসা থেকে কিছুটা দূরে এক নির্জন এলাকায় ঘটনাটি ঘটে।

এরপর বুধবার ভুক্তভোগী শিশুর বাবা বাদল মিয়া বাদী হয়ে ভৈরব থানায় দুই কিশোরের বিরুদ্ধে মামলা করেন। ঘটনায় শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার রতন মিয়ার ছেলে রিয়ান (১৪) নামে আরেক অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে।

জানা যায়, ঈদের দিন সোমবার রাতে পৌর শহরের মুশকিল্লাহাটি এলাকায় ৫ বছরের শিশুকে জোর করে ধরে নিয়ে নির্জন জায়গায় হাত চোখ বেঁধে রিয়ান ও দিয়ান তাকে বলাৎকার করে। পরবর্তীতে শিশুটির বাবা তার পায়ুপথে রক্ত দেখে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা তাকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে রেফার্ড করে। সেখানে চিকিৎসার পর বুধবার দুজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক মো. নুরুল হুদা জানান, ‘৫ বছরের শিশুকে বলাৎকারের ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরেকজন পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

(ঢাকাটাইমস/৩এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি বাংলাদেশের
পূর্ব রাজাবাজারে রাস্তা প্রশস্তকরণের লক্ষ্যে এলাকাবাসীর সঙ্গে রাজউক চেয়ারম্যানের মতবিনিময়
চীনের বিশেষ হাসপাতাল ঠাকুরগাঁওয়ে স্থাপনের দাবিতে ঢাকায় মানববন্ধন
তিন দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা