বঙ্গোপসাগরে ডাকাতের কবলে পড়া ফিশিং ট্রলারসহ ৬৭ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড

বরগুনা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ এপ্রিল ২০২৫, ১৮:০৮
অ- অ+

বরগুনার সকিনার মোহনা সংলগ্ন বঙ্গোপসাগরে ডাকাতের কবলে পড়া ৪টি ফিশিং ট্রলারসহ ৬৭ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

শুক্রবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২ এপ্রিল বরগুনার পাথরঘাটা থেকে ৪টি ফিশিং ট্রলারসহ (এম ভি তারেক, আব্দুল্লাহ তুফান, এম ভি মা এবং জুনায়েদ ইসলাম) ৬৭ জেলে মাছ শিকারে উদ্দেশে গভীর সমুদ্রে গমন করেন। ৯ এপ্রিল রাতে বরগুনার তালতলী উপজেলাধীন সকিনার মোহনা সংলগ্ন বঙ্গোপসাগরে জলদস্যুরা ট্রলারসমূহে আক্রমণ করেন। এতে দুই জেলে গুলিবিদ্ধ হন এবং প্রস্থানের আগে জলদস্যুরা ট্রলার সমূহের ইঞ্জিন বিকল করে দিয়ে যান।

পরবর্তীতে ১০ এপ্রিল দুপুর ১২টায় ট্রলার মালিক সেলিম চৌধুরী বিষয়টি কোস্ট গার্ডকে অবহিত করেন।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটার একটি উদ্ধারকারী দল অতি দ্রুত ওই এলাকায় গমন করে এবং ৪টি ফিশিং ট্রলারসহ ৬৭ জেলেকে জীবিত উদ্ধার করে বিসিজি স্টেশন পাথরঘাটায় নিয়ে আসে।

উদ্ধারকৃত জেলেদের মধ্যে ২৭ আহত জেলেকে চিকিৎসার জন্য পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয় এবং বাকিদের বোটসহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুপুরে চিন্ময়ের জামিন, সন্ধ্যায় স্থগিত চেম্বার আদালতে
গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে: তারেক রহমান
শেখ পরিবারের ৫ সদস্যের ঢাকা-খুলনা-গোপালগঞ্জের জমি-বাড়ি ক্রোক
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা